Thank you for reading this post, don't forget to subscribe!
ডায়াল সিলেট ডেস্ক :: বৃটিশ বাংলাদেশীদের সাফল্যে আরেকটি পালক যুক্ত হলো নর্থ লন্ডনের হ্যারিংগে কাউন্সিলের ইতিহাসে এই প্রথম একজন বৃটিশ-বাংলাদেশি কাউন্সিলর আহমেদ মাহবুব মেয়র হিসেবে দায়িত্ব গ্রহনের মধ্য দিয়ে। টটেনহ্যাম টাউন হলে হ্যারিংগে কাউন্সিলের বার্ষিক ফুল কাউন্সিল সভায় হোয়াইটহাট লেইন ওয়ার্ডের কাউন্সিলর ও ডেপুটি মেয়র আহমেদ মাহবুবকে আগামী সেশনের জন্য মেয়র হিসেবে নির্বাচিত করা হয়। এতে নবনির্বাচিত মেয়রকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন কাউন্সিল লিডার পেরি আহমেট সহ অন্যান্য কাউন্সিলররা। মেয়র হিসেবে দায়িত্ব নিয়ে আহমেদ মাহবুব বলেন- মাল্টিকালচালচারেল এই কাউন্সিলে সকল বর্ণ, ধর্ম, গোত্রের মানুষকে নিয়ে মিলেমিশে তিনি কাজ করবেন। এতে তিনি কাউন্সিলর ও নাগরিকদের সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য, কাউন্সিলর আহমেদ মাহবুব বৃটেনে জন্ম নেওয়া ও বেড়ে উঠা বাংলাদেশী হ্যারিটেজ। মেয়র মাহবুব দায়িত্বকালে সিটিজেন এডভাইস ব্যুরো চ্যারিটির জন্য কাজ করবেন। মেয়র মাহবুব ২০১৮ সালের লন্ডনের বিখ্যাত কুইনমেরী ইউনিভার্সিটিতে পড়ার সময় বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেন। তার বাবার বাড়ি সুনামগঞ্জের ছাতক পৌরসভায়। মেয়র মাহবুবের বাবা লন্ডনের একজন সলিসিটর ও ছাতক সমিতির সাবেক সাধারণ সম্পাদক গোলাম জিলানী মাহবুব। দাদা ছাতকের প্রবীণ চিকিৎসক ডাঃ গোলাম মন্তকা আজাদ।
