ডায়াল সিলেট ডেস্ক: মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যানের ঢাকা সিলেট রেল লাইনের পাশে বনের মধ্যে ফাঁস লাগানো অবস্থায় অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ।
বৃহষ্পতিবার দুপুরে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলার মধ্যবর্তী স্থানে বনের ভেতরে রেললাইনের পাশ থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় অর্ধগলিত এ লাশ উদ্ধার করা হয়।
পরে থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করেছ
বন বিভাগ সূত্রে জানা গেছে, সকালে বন পাহারাদার দেখতে পায় বনের ভেতরে একটি মরদেহ গাছে সাথে ঝুলে আছে। মরদেহ প্রায় অর্ধগলিত। পরে থানা পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে নিয়ে যায়।
শ্রীমঙ্গল থানার ওসি ( তদন্ত) আমিনুল ইসলাম জানান,লাউয়াছড়া বনের ভেতর ৩৫ বছরের এক যুবকের লাশ গলায় ফাঁস লাগানো অবস্থায় উদ্ধার করা হয়েছে। পরে লাশের সূরতহাল করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে হয়তো মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। বিষয়টি নিয়ে তদন্ত চলমান আছে।

