মনজু চৌধুরী॥ বন্যপ্রাণি অবমুক্ত ও লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতর দিয়ে বয়ে চলা শ্রীমঙ্গল ও ভানুগাছ সড়কে যানবাহনের গতিসীমা সীমিত রাখার বিষয়ে সচেতনতামুলক কর্মসূচির মধ্যদিয়ে পালিত হয়েছে বিশ^ বন্যপ্রাণি দিবস।
Thank you for reading this post, don't forget to subscribe!বিশ^ বন্যপ্রাণি দিবস উপলক্ষে ৩ মার্চ বৃহস্পতিবার সকাল ৯টায় কমলগঞ্জের লাউয়াছড়া উদ্যানের ভেতর দিয়ে চলা ভানুগাছÑ শ্রীমঙ্গল সড়কে যানবাহনের গতিসীমা সীমিত রাখার বিষয়ে সচেতনতামুলক কর্মসূচির উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মেহেদী হাসান।
পরে বিলুপ্তপ্রায় প্রজাতির ছোট লেজি একটি বানর জাতীয় উদ্যানের জানকীছড়া বনে অবমুক্ত করা হয়। লাউয়াছড়া জাতীয় উদ্যানের সহ ব্যবস্থাপনা কমিটি আয়োজনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো.রেজাউল করিম চৌধুরী, লাউয়াছড়া সহ ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোসাদ্দেক আহমেদ মানিক, সহকারী বন সংরক্ষক শ্যামল মিত্র,সহ-ব্যবস্থাপনা কমিটির সহ-সভাপতি মো. সিদ্দেক আলী, লাউয়াছড়া রেঞ্জ কর্মকর্তা শহীদুল ইসলাম, বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সিতেশ রঞ্জন দেবসহ বন বিভাগের কর্মকর্তাগণ।
উপস্থিত ছিলেন।
বনের ভেতরে সড়কে য়াতায়াতকালে যানবাহনের গতিসীমা ঘন্টায় সর্বোচ্চ ২০ কিলোমিটার সীমিত রাখার বিষয়ে চালকদের সচেতনতায় অংশ নেন এছাড়া টুরিষ্ট পুলিশ, র্যাব-৯, বিএনসিসি ও স্কাউট সদস্য, স্ট্যান্ড ফর আওয়ার এনড্যাঞ্জারড ওয়াইল্ডলাইফের সদস্য, জীব বৈচিত্র্যরক্ষা কমিটি, শ্রীমঙ্গল বাইসাইকেল রাইডিং সমিতির সদস্যরা। এসময় তারা বিভিন্ন যানবাহনে সচেতনতামূলক স্টিকার লাগিয়ে দেয়া হয়।
বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সিলেট বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) রেজাউল করিম চৌধুরী বলেন, লাউয়াছড়া উদ্যানের ভেতরে সড়ক ও রেলপথ দূর্ঘটনায় এবং বিদ্যুৎ তারে পিষ্ট হয়ে প্রতিনিয়ত মারা যাচ্ছে নানা প্রজাতির বিরল ও বিপন্ন প্রজাতির বন্যপ্রানী।এদেরকে বাচাঁতে বনের মধ্যে গাড়ীর গতি ঘন্টায় সর্বোচ্চ ২০ কিলোমিটার অতিক্রম না করে এবং বন্যপ্রাণী হত্যা না করে সেই লক্ষে বিশ্ব বন্যপ্রাণী দিবসে সচেতনামূলক কর্মসূচি হতে নিয়েছি। তিনি আরও বলেন, লাউয়াছড়া বনের ভেতরে ৩৩ কেভি বিদ্যুৎ লাইনে তারে পিষ্ট হয়ে বন্যপ্রাণীর মৃত্যু হচ্ছে,এব্যাপারে সংশ্লিষ্ট পল্লী বিদ্যুৎতের দফতরে চিঠি দিয়েছি,বিদ্যুৎ লাইনের তারে কাভার লাগানোর জন্য দ্রুত পদক্ষেপ নিতে।
মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মো.সাখাওয়াত হোসেন বলেন,আমি নতুন কর্মস্থল হিসেবে যোগদান করেছি। আমি শিগগিরই পরিদর্শন করে বন্যপ্রাণী রক্ষায় সম্মলিতভাবে বন বিভাগের সাথে কাজ করে যাবো।

