ডায়ালসিলেট ::
Thank you for reading this post, don't forget to subscribe!সিলেটের লাক্কাতুরাস্থ তালপাড়া থেকে ৬ মাদকসেবীকে গ্রেফতার করেছে র্যাব। এসময় গ্রেফতারকৃতদের কাছ থেকে ৬ লিটার চোলাই মদ উদ্ধার করে র্যাব।
শুক্রবার (৯ এপ্রিল) দুপুরে গ্রেফতারকৃতদের মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে বিমানবন্দর থানা পুলিশ। এরআগে বৃহস্পতিবার (৮ এপ্রিল) গোপন তথ্যের ভিত্তিতে র্যাব তাদেরকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হচ্ছে-সুনামগঞ্জ জেলার নারকিলা গ্রামের জগেষ দাসের ছেলে নিপেষ দাস (৪৮), কিশোরগঞ্জ জেলার নিকীল থানাধীন গুরাদিয়া গ্রামের মফিজ উদ্দিনের ছেলে মহরম (৩২), একই থানাধীন শিমপুরবাজারে আব্দুর রেজেকের ছেলে সৈকত আলী(১৯), একই থানাধীন গুরাদিয়া গ্রামের মৃত নূর ইসলামের ছেলে সুজন মিয়া (১৯), লক্ষীপুর গ্রামের সদর থানাধীন গন্ডোপপুর গ্রামের মৃত কালু মিয়ার ছেলে আবুল কাশেম (৫৬)।

