পবিত্র শবেবরাত উপলক্ষে আগামীকাল মঙ্গলবার (৩০ মার্চ) বন্ধ থাকবে পুঁজিবাজারে লেনদেন। আজ সোমবার (২৯ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
Thank you for reading this post, don't forget to subscribe!আজ সোমবার দিবাগত রাতে দেশে পবিত্র শবেবরাত পালিত হবে। এ উপলক্ষে পরের দিন ৩০ মার্চ সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এদিন দেশের সব সরকারি, বেসরকারিসহ আদালত বন্ধ থাকবে। একইসঙ্গে বন্ধ থাকবে দেশের পুঁজিবাজারে লেনদেনও।
আগামী বুধবার (৩১ মার্চ) থেকে পুঁজিবাজারে যথারীতি লেনদেন চলবে।

