ডায়াল সিলেট ডেস্ক :: পবিত্র শবে বরাতের রজনীতে মুসলিম বিশ্বের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
Thank you for reading this post, don't forget to subscribe!
শনিবার (২৪ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বাণীতে মির্জা ফখরুল বলেন, বিশ্বের সব মুসলমানের জন্য পবিত্র লাইলাতুল বরাতের রজনী পবিত্র ও কল্যাণময়। ইসলাম মানুষকে ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা প্রদান করে। এই রাতে নিজেদের সব অমঙ্গল থেকে রেহাই পাওয়ার জন্য মুুসলমানরা আল্লাহর সাহায্যের জন্য মোনাজাত করবেন। এই আলোকদীপ্ত মহিমাময় রাতে সবার জীবন যেন সুন্দর, সুখকর ও কল্যাণমূলক হয় সেজন্য আমি আল্লাহর দরবারে কায়মনোবাক্যে মোনাজাত করি।
বিএনপির মহাসচিব বলেন, এই রহমত ও বরকতের রজনীতে আমরা সবাই মানবজাতির কল্যাণে কাজ করার জন্য মহান রাব্বুল আলামিনের কাছে ধৈর্য ও উদ্যম কামনা করি। সেইসঙ্গে দেশ, জাতি ও মুসলিম বিশ্বের উত্তরোত্তর সমৃদ্ধি ও কল্যাণ কামনা করি।

