২৩শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

শরীফ ওসমান হাদির শহীদি মৃত্যুতে যুক্তরাজ্য বিএনপির শোক

 

ডায়াল সিলেট  ডেস্ক :: ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি মহান আল্লাহর ডাকে সাড়া দিয়ে শহীদি মৃত্যুকে আলিঙ্গন করেছেন। তাঁর শহীদি মৃত্যুতে যুক্তরাজ্য বিএনপির আহ্বায়ক আবুল কালাম আজাদ ও সদস্য সচিব খসরুজ্জামান খসরু এক যৌথ শোকবার্তায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।

 

নেতৃবৃন্দ শোকবার্তায় বলেন, শরীফ ওসমান হাদির মৃত্যু কোনো সাধারণ বিদায় নয়; এটি একটি শহীদি মৃত্যু, এটি গণতন্ত্রকামী রাজনীতিতে এক অপূরণীয় ক্ষতি, একটি নৈতিক শূন্যতা এবং সংগ্রামী মানুষের জন্য এক গভীর বেদনাদায়ক অধ্যায়। তিনি ছিলেন মানুষের অধিকার, ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। মৃত্যুশয্যাতেও তাঁর চিন্তা ও চেতনা ছিল বাংলার রাজপথে এবং নিপীড়িত মানুষের পাশে।

 

তারা আরও বলেন, শরীফ ওসমান হাদি ছিলেন গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে একজন অকুতোভয় ও আপসহীন সৈনিক। তাঁর সাহস ও ত্যাগ ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে এবং গণতান্ত্রিক আন্দোলনে পথনির্দেশক হিসেবে কাজ করবে।

 

নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার-পরিজন, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

 

`);printWindow.document.close(); }) .catch(error => console.error("Error loading print page:", error)); }); });