শান্তিগঞ্জ উপজেলার শিমুলবাক ইউনিয়নের তেরহাল গ্রামে ১০টি বসতঘর পুড়ে ভস্মীভূত হয়েছে। শনিবার দিবাগত রাত দেড়টার দিকে অগ্নিকাণ্ডের এ ঘটনাটি ঘটে।
এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের নগদ টাকা, আসবাবপত্র, ধান, গবাদিপুশ, হাঁস-মোরগ পুড়ে ছাই হয়েছে। এতে সর্বমোট প্রায় অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলো।
বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা করছেন শান্তিগঞ্জ ফায়ার সার্ভিস।

Thank you for reading this post, don't forget to subscribe!

ক্ষতিগ্রস্তরা হলেন, মকছদ আলীর ছেলে সাঞ্জব আলী, মৃত ইলিয়াস আলীর ছেলে আমির আলী, মৃত ওলী মাহমুদের ছেলে নূর মিয়া, মৃত নূরুল ইসলামের মেয়ে তাছলিমা বেগম, মৃত মনফর আলীর ছেলে আবুল মিয়া, মৃত আবদুস সামাদের ছেলে আলতাব আলী, মৃত আলমদর আলীর ছেলে শওকত আলী, আম্বর আলীর ছেলে আবদুর রহিম, আজর আলীর ছেলে সিরাজুল ইসলাম ও রমাই মিয়া।
স্থানীয় সূত্রে জানা যায়, বৈদ্যুতিক লাইন থেকে এ আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে শান্তিগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ও আশপাশের লোকজনদের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের নগদ টাকা, আসবাবপত্র, ধান ও গবাদিপুশ গরু, হাঁস-মোরগ পুড়ে গেছে। এতে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন তারা।
ক্ষতিগ্রস্ত তাসলিমা বেগম বলেন, রাতে ঘুমে ছিলাম। হঠাৎ আগুনের তাপে ঘুম ভেঙ্গে যায়। সাথে সাথে ছেলে মেয়েদের নিয়ে বেসত ঘরের বাহিরে আসি। এতে প্রাণে রক্ষা পাই। আগুনে আমি সহ অধিকাংশ পরিবারে মূল্যবান সম্পদ, জমির দলিল, টাকা সহ অনেক কিছু পুড়ে গেছে।
শান্তিগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জিসান রহমান নাবিক বলেন, খবর পেয়ে দ্রুত গিয়ে আমরা আগুন নিয়ন্ত্রণে আনি। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত ঘটেছে। আগুনে প্রায় ১০টির মতো বসত ঘর পুড়ে ছাই হয়ে গেছে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *