২৩শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

শান্তিগঞ্জে আ গু নে পু ড় ল ৮ বসতঘর

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়নে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট ভয়াবহ অগ্নিকাণ্ডে আটটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। রবিবার (৭ ডিসেম্বর) রাতে ইউনিয়নের বীরগাঁও পূর্বপাড়া ব্রিজসংলগ্ন মিরাস মাস্টার সাহেবের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। তবে কোনো প্রাণহানির ঘটনার খবর পাওয়া যায়নি।

জানা যায়, হঠাৎ বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে আশপাশের ঘরগুলোতে। মুহূর্তেই আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে এলাকাবাসী প্রাণপণ চেষ্টা করে আগুন নেভাতে পারেননি। খবর পেয়ে শান্তিগঞ্জ ফায়ার সার্ভিসের একটি টিম দ্রুত ঘটনাস্থলে গিয়ে দীর্ঘ প্রচেষ্টার পর আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। অগ্নিকাণ্ডে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

 

ক্ষতিগ্রস্ত পরিবারগুলো হলো— শুকুর আলী, এরশাদুল, সাহারুল, কামরুজ্জামাল, জাকির হোসেন, সেলিম আহমদ, ইসমাইল আলী ও মনছব উল্লাহ। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা সম্পূর্ণভাবে গৃহহীন হয়ে পড়েছেন। স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী দ্রুত এই দুর্গত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।

 

শান্তিগঞ্জে ফায়ার সার্ভিসের টিম লিডার মো: আলমগীর হোসেন জানান, আমরা খবর পেয়ে  দ্রুত সেখানে যাই। গিয়ে প্রায় ৩ ঘন্টা চেষ্টার ফলে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। তবে আমরা ধারনা করছি এই অগ্নিকাণ্ডের ঘটনা বিদ্যুৎতিক শর্টসার্কিট বা গ্যাস সিলিন্ডারের কারণেও হতে পারে। এছাড়া কি পরিমান ক্ষয়ক্ষতি হয়েছে তার সঠিক হিসাব তদন্ত সাপেক্ষে বলা যাবে।

`);printWindow.document.close(); }) .catch(error => console.error("Error loading print page:", error)); }); });