ডায়ালসিলেট ডেস্ক::
Thank you for reading this post, don't forget to subscribe!সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনাভাইরাসে আক্রান্ত আরও একজন মারা গেছেন।
রবিবার (১৮ এপ্রিল) বিকেল সোয়া ৫টার দিকে করোনাক্রান্ত ৫০ বছরের ওই পুরুষ মারা যান। তিনি সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার বাসিন্দা ছিলেন।
রবিবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. চয়ন রায়।
তিনি জানান, মারা যাওয়া ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ৭ এপ্রিল থেকে শামসুদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। রবিবার বিকেল সোয়া ৫টার দিকে তিনি মারা যান।

