আন্তর্জাতিক ডেস্ক:;
Thank you for reading this post, don't forget to subscribe!প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার ২৪ ঘণ্টা পার হওয়ার আগেই হাসপাতালে নেওয়া হলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে।
দেশটির কর্মকর্তারা জানান, শুক্রবার ট্রাম্পের শারীরিক অবস্থা ‘অবনতি’ হওয়ায় তাকে ওয়ালটার রিড ন্যাশনাল মিলিটারি মেডিক্যাল সেন্টারে নেওয়া হয়েছে।
হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়েছে, করোনায় আক্রান্ত হওয়ার পর ট্রাম্প সামরিক হাসপাতালে ‘কয়েক দিন’ থাকবেন।
কর্মকর্তারা বলছেন, সতর্কতা হিসেবেই প্রেসিডেন্ট ট্রাম্পকে হাসপাতালে নেয়া। এর আগে বৃহস্পতিবার জানা যায়, ট্রাম্পের শরীরে করোনার ‘মৃদু প্রভাব’ আছে।
হোয়াইট হাউসের এক মুখপাত্র বিবৃতিতে বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প চাঙ্গা মনোবলে আছেন, তার করোনার মৃদু লক্ষণ রয়েছে এবং তিনি দিনভর কাজ করে চলেছেন।
এছাড়া ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প টুইট বার্তায় বলেছেন, তারও শরীরে করোনার মৃদু লক্ষণ কিন্তু তিনি ভালো বোধ করছেন।
মার্কিন স্থানীয় সময় বৃহস্পতিবার দিবাগত রাতে ট্রাম্প একটি টুইট বার্তায় নিজেই করোনা আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করেন।
সেসময় টুইট বার্তায় ট্রাম্প বলেন, রাতে যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি এবং আমি কোভিড-১৯ পজিটিভ হয়েছি। আমরা অবিলম্বে আমাদের কোয়ারেন্টাইন এবং সুস্থ হওয়ার প্রক্রিয়া শুরু করবো। বিবিসি, ওয়াশিংটন পোস্ট, গার্ডিয়ান

