মৌলভীবাজারে গ্যাস চালিত টমটমের ধাক্কায় পথচারী তোতা মিয়া (৭০) নামে একজন নিহত হয়েছেন। সোমবার ১৩ মার্চ শহরের শাহ মোস্তফা সড়কে এ ঘটনা ঘটে।
জানা গেছে, সোমবার সন্ধ্যা ৭টায় দিকে শহরের দরগা মহল্লা শাহজালাল (র.) প্রাইভেট হাসপাতালের সামনে একটি গ্যাস চালিত টমটম নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী তোতা মিয়াকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হলে স্থানীয় লোকজন তোতা মিয়াকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তোতা মিয়াকে মৃত ঘোষণা করেন।
মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী জানান, অভিযান চালিয়ে অভিযুক্ত টমটম ড্রাইভার আব্দুল হাসিমকে গ্রেফতার করা হয়েছে এবং টমটম গাড়িটি জব্দ করা হয়। অভিযুক্ত আব্দুল হাসিমের বিরুদ্ধে সড়ক পরিবহন আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।
তিনি আরও জানান, জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়ার তত্ত্বাবধানে থানা এলাকায় অপরাধ নিয়ন্ত্রণে রাখার জন্য মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশ বদ্ধপরিকর। বিশেষ অভিযান পরিচালনা অব্যাহত আছে।

