ডায়ালসিলেট ডেস্ক::
Thank you for reading this post, don't forget to subscribe!হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে মিতালী পরিবহনের একটি বাস ও অন্য একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে আজমান মিয়া নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।
আজ সোমবার (১৯ অক্টোবর) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ অংশে এ দুর্ঘটনা ঘটেছে। নিহত আজমান মিয়া শায়েস্তাগঞ্জ পৌরসভার বিরামচর গ্রামের আব্দাল মিয়ার ছেলে।
দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌফিকুল ইলাম তৌফিক। তিনি বলেন, ‘ঘটনার খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা ও শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করেছে। তাদের মধ্যে একজন মারা গেছেন। নিহতের মরদেহ হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।’

