ডায়াল সিলেট ডেস্ক :: হবিগঞ্জের বানিয়াচং উপজেলার কাদিরগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কবিন্দ্র চন্দ্রকে শারিরীকভাবে লাঞ্ছিতের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
কাদিরগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও মদন মোহন কলেজের শিক্ষার্থী যিশু চন্দ্র দাসের সভাপতিত্বে ও এমসি কলেজের শিক্ষার্থী নরোত্তম দাসের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন কাদিরগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও দক্ষিণ সুরমা কলেজের শিক্ষার্থী দিজেন্দ্র দাস, গোপী বর্মণ, বাপ্পী দাস, এমসি কলেজের শিক্ষার্থী পঙ্কজ চক্রবর্তী জয় প্রমুখ।
মানববন্ধনে সংহতি জানিয়ে বক্তব্য দেন ছাত্র ইউনিয়ন সিলেট জেলার সাধারণ সম্পাদক নাহিদ হাসান প্রান্তিক।
বক্তারা বলেন, ‘গত ১২ ফেব্রুয়ারি কাদিরগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কবিন্দ্র চন্দ্র তার ছেলেকে নিয়ে টিকা দিতে উপস্থিত হন। তবে কিছুটা দেরি হওয়ায় প্রধান শিক্ষক মোহাম্মদ তাজুল ইসলাম কবিন্দ্র চন্দ্রের উপর ক্ষিপ্ত হন। এক পর্যায়ে তিনি শারিরীকভাবে কবিন্দ্র চন্দ্রকে লাঞ্ছিত করেন। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই। অবিলম্বে এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে বিচার নিশ্চিত করতে হবে।’

