ডায়ালসিলেট ডেস্ক:: আগের ম্যাচে ফিফা ফ্রেন্ডলিতে তুলনামূলক কম শক্তির ফিনল্যান্ডের কাছে হারে ফ্রান্স। তবে আসল মঞ্চে ঠিকই নিজেদের শক্তি দেখাল বিশ্বচ্যাম্পিয়নরা। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পর্তুগালকে ১-০ গোলে হারিয়েছে দিদিয়ের দেশমের দল। এই হারে উয়েফা নেশন্স লীগ থেকে ছিটকে গেল ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল। লিসবনে ফ্রান্সের জয়সূচক গোলটি করেন এনগোলো কঁতে।
পাঁচ ম্যাচে চার জয় ও এক ড্রয়ে ফ্রান্সের পয়েন্ট হলো ১৩। ১০ পয়েন্ট নিয়ে দুইয়ে পর্তুগাল। দুই দলের পয়েন্ট সমান হলেও মুখোমুখি লড়াইয়ে এগিয়ে থাকায় শীর্ষেই থাকবে দিদিয়ে দেশমের দল। এই জয়ে নেশন্স লীগের ফাইনাল রাউন্ড নিশ্চিত হয়েছে ফ্রান্সের।
গ্রুপ পর্বের শেষ রাউন্ডে আগামী মঙ্গলবার ক্রোয়েশিয়ার মাঠে খেলবে পর্তুগাল।আর সুইডেনের বিপক্ষে ঘরের মাঠে খেলবে ফ্রান্স। অন্য ম্যাচে ঘরের মাঠে ক্রোয়েশিয়াকে ২-১ গোলে হারিয়েছে সুইডেন। দুই দলের পয়েন্ট সমান ৩ করে।
উয়েফা নেশন্স লীগের আগের ম্যাচে সুইজারল্যান্ডের সঙ্গে ৩-৩ গোলে ড্র করে জার্মানি। এক ম্যাচ পরই জয়ে ফিরেছে জোয়াকিম লোয়ের দল। শনিবার রাতে ইউক্রেনকে ৩-১ গোলে হারিয়েছে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। লাইপজিগের রেডবুল অ্যারেনায় দ্বাদশ মিনিটে রোমান ইয়ারেমচুকের গোলে লিড নেয় ইউক্রেন। ২৩তম মিনিটে লেরয় সানের গোলে সমতায় ফেরে জার্মানি। দশ মিনিট পর স্বাগতিকদের এগিয়ে দেন টিমো ভেরনার। ৬৪ মিনিটে ভেরনারের আরেক গোলে স্কোরলাইন ৩-১ করে জার্মানি। পাঁচ ম্যাচে দুই জয় ও তিন ড্রয়ে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠেছে জার্মানি। গ্রুপের আরেক ম্যাচে সুইজারল্যান্ডের মাঠে ১-১ ড্র করা স্পেন ৮ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে। তৃতীয় হারের স্বাদ পাওয়া ইউক্রেন ৬ পয়েন্ট নিয়ে তিনে। সুইজারল্যান্ডের পয়েন্ট ৩।

