ডায়াল সিলেট ডেস্কঃঃ আগের দিনের বৃষ্টিতে গত কয়েকদিনের তুলনায় বুধবার গরমের মাত্রা কিছুটা কম ছিলো। তবু দিনের রোদ ঘাম ঝরিয়ছে। তবে রাতে শিলাবৃষ্টিতে শীতল হয়ে উঠেছে নগর।
Thank you for reading this post, don't forget to subscribe!
বুধবার রাত ১০টার দিকে সিলেট নগরে শুরু হয় বৃষ্টি। কিছুক্ষণের মধ্যে নামে শিলাবৃষ্টি। যা রাত প্রায় পৌনে ১১ টা পর্যন্ত স্থায়ী ছিলো।
টানা তাপপ্রবাহের পর অবশেষে স্বস্তির বৃষ্টির দেখা মিলেছে। সোমবার রাত ৯টা থেকে বৃষ্টি শুরু হয় সিলেটের কোম্পানীগঞ্জে। রাত ১০টার দিকে যা ঝড়ে রূপ নেয়।
বুধবার সন্ধ্যা থেকেই নগরে জমে উঠেছে ঈদের কেনাকাটা। রাতে পুরো জিন্দাবাজারজুড়ে রীতিমত জনযট তৈরি হয়। হেঁটে সড়ক পাড়িও দেওয়ারও জো ছিলো না। হঠাৎ শুরু হওয়া বৃষ্টি কেনাকাটারত নাগরিকদের কিছুটা ভোগান্তিতে ফেললেও তাতে বিরক্তি ছিলো না কারো। বরং বৃষ্টি শুরু হওয়ার পর অনেককেই চিৎকার করে উল্লাস প্রকাশ করতে দেখা যায়।
জিন্দাবাজারের ব্লু ওয়ার্টার শপিং সেন্টারে ঈদের কেনাকাটায় আসা মুহিত আহমদ বলেন, বৃষ্টির কারণে এক জায়গায় আটকে আছি। অন্য শপিং মলে যেতে পারছি না। তবু খারাপ লাগছে না। এই বৃষ্টির পয়োজন ছিলো। এখন গরম আরো কমবে। সিলেটে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহা্ওয়া অধিদপ্তর।
এরআগে ১৪ দিন তাপপ্রবাহের পর সোমবার রাতে বৃষ্টি হয় সিলেটে।

