স্টাফ রিপোর্টার। শিশুর কামড়ে বিষধর গোখরা সাপের মৃত্যু হয়েছে। শোনতে আশ্চার্যজনক মনে হলেও ঘটনা সত্য। এমন ঘটনা ঘটিয়েছে চুয়াডাঙ্গায় এক বছর বয়সী শিশু জান্নাতুল ফেরদৌস। তাঁর ছোট্ট দাঁতের কামড়ে একটি গোখরা সাপের বাচ্চার মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন শিশুটির পরিবার। মঙ্গলবার ৭ জুন সকাল ১০টার দিকে সদর উপজেলার উজলপুর গ্রামের বিলপাড়ায় এ ঘটনা ঘটে। জান্নাতুল ফেরদৌস ওই গ্রামের রিয়াজুল ইসলাম ও শিলা খাতুন দম্পত্তির সন্তান। শিলা বলেন, ‘সকালে দেড় বছর বয়সী চাচাতো ভাই কাউসারের সঙ্গে জান্নাতুল ঘরে বসে খেলছিল। খেলতে খেলতে দুজনই খাটের নিচে চলে যায়।‘খাটের নিচে থাকা একটা গোখরা সাপের বাচ্চাকে ধরে দুই জায়গায় কামড় দিয়ে রক্ত বের করে দেয় জান্নাতুল। এরপর সাপ হাতে নিয়েই খাটের নিচ থেকে বের হয়ে আসে।’ প্রায় আধ হাত লম্বা সাপের মৃত বাচ্চা ও জান্নাতুলকে নিয়ে দ্রুত হাসপাতালে যান পরিবারের সদস্যরা। সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ মাহবুবুর রহমান মিলন জানান, শিশুটিকে সাপের বাচ্চা কামড় দিয়েছে কি না তা ভালোমতো পরীক্ষার জন্য তাকে শিশু ওয়ার্ডে ভর্তি করে নিয়ে পর্যবেক্ষণ করা হচ্ছে। বাহ্যিকভাবে শিশুটির মধ্যে কোনো জটিলতা দেখা যায়নি।
Thank you for reading this post, don't forget to subscribe!
