ডায়ালসিলেট ডেস্ক: শীত শেষে বসন্ত চলছে। এরই মধ্যে শীতের দাপটও অনেকটা কমেছে। তাই মৌলভীবাজারের বড়লেখা উপজেলার মাধবকুণ্ড ঝরনায় পর্যটকের ঢল নেমেছে। পাহাড় ঘেরা চা বাগানেও ভিড় করছেন পর্যটকরা। দূর-দূরান্ত থেকে এসব জায়গায় ছুটে আসছেন ভ্রমণপিপাসু মানুষ।
Thank you for reading this post, don't forget to subscribe!শুক্র-শনিবার সরকারি ছুটি এবং রোববার শবে মেরাজের বন্ধ থাকায় এখানে পর্যটকের পদচারণা বেড়েছে। কেউ আসছেন পরিবার নিয়ে আবার কেউ আসছেন প্রিয়জনকে নিয়ে। কেউ ঝরনায় গোসল করছেন আবার কেউ সেলফি-ভিডিও ব্যস্ত হয়ে পড়েছেন।পর্যটকরা জানান, এখানে উঁচু পাহাড় ঘেরা সবুজ প্রকৃতি চা বাগান তাদের আকৃষ্ট করেছে। মাধবকুণ্ডের ঝরনাও দেখার মতো। ১৫০ ফুট ওপর থেকে জলধারা প্রবাহিত হয়।
বাহরাইন প্রবাসী মো. মোশারফ বলেন, ‘অনেকদিন পর দেশে এলাম। সন্তানদের স্কুল বন্ধ থাকায় এখানে বেড়াতে এলাম। প্রাকৃতিক পরিবেশ দেখতে খুব ভালো লাগছে।’
সিলেট শহরের কদমতলী এলাকা থেকে আসা ভ্রমণপিপাসু রিমা বেগম বলেন, ‘ছোটবেলা এসেছিলাম। এখানে শ্বশুরবাড়ির সুবাদে দীর্ঘদিন পর আবার আসলাম। আমাদের সিলেটের বিভিন্ন প্রাকৃতিক পরিবেশ আছে। যত দেখি তত ভালো লাগে।’
ব্রাহ্মণবাড়িয়া থেকে আসা ফেরদৌসি বেগম বলেন, ‘অনেক আগে একবার এসেছিলাম। এখন নাতি-নাতনিদের নিয়ে এসেছি। এখানের ঝরনা দেখতে খুব ভালো লাগে।’

