বিনোদন ডেস্ক :হাল সময়ের টিভি নাটকের ব্যস্ত অভিনেত্রী সামিরা খান মাহি। বছর জুড়েই তিনি ব্যস্ত থাকেন নাটকের শুটিং নিয়ে। মধ্যে অবশ্য দেশের পরিস্থিতির কারণে নাটকের কাজ অনেকদিন বন্ধ ছিল। চলতি মাস থেকেই শুটিং করছেন এ তারকা। এরইমধ্যে বেশ কয়েকটি নাটকের কাজ শেষ করেছেন। এরমধ্যে এল আর সোহেল পরিচালিত দু’টি নাটকের শুটিং করেছেন। এরমধ্যে একটিতে তিনি কাজ করেছেন খায়রুল বাসারের বিপরীতে অন্যটিতে নিলয় আলমগীরের সঙ্গে। গতকাল থেকে মাহি কাজ শুরু করেছেন চয়নিকা চৌধুরী পরিচালিত নতুন আরেকটি নাটকের। নাটকটিতে তিনি অভিনয় করছেন জোনায়েদ বোগদাদীর বিপরীতে। উত্তরায় নাটকটির শুটিং চলছে। মাহি জানালেন, চয়নিকা ও জোনায়েদ দু’জনের সঙ্গেই এটি তার প্রথম কাজ। তাই নতুন অভিজ্ঞতাও হচ্ছে। মাহি বলেন, চয়নিকা দি’র কাজ তো আগে থেকেই ভালো লাগে। আর জুনায়েদের সঙ্গেও প্রথম কাজ। সব মিলিয়ে ভালো একটি গল্পে কাজ হচ্ছে। অনেকটা সময় পর শুটিংয়ে ব্যস্ত হয়ে কেমন লাগছে? উত্তরে মাহি বলেন, আসলে এখনো সব স্বাভাবিক হয়নি। নাটকের কাজও আগের মতো হচ্ছে না। তুলনামূলক শুটিং কম হচ্ছে। আরও সময় লাগবে সব স্বাভাবিক হতে, পুরো দমে কাজ শুরু করতে। তবে লাইট, ক্যামেরা, অ্যাকশনে তো আমি অভ্যস্ত। তাই ভালো লাগছে আবার ব্যস্ত হতে পেরে। আমি সব সময় বলে এসেছে গতানুগতিক নাটকে আমি কাজ করতে চাই না। চ্যালেঞ্জিং চরিত্র করতে ভালো লাগে। আশা করছি ভালো কিছু নাটক দর্শকদের সামনে দিতে পারবো।
Thank you for reading this post, don't forget to subscribe!
