৪ঠা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

শুরুতেই দুই সিনেমা

বিনোদন ডেস্ক:সামিনা বাশার। গ্রামের বাড়ি খুলনা। পড়াশোনা করেছেন ভারতের চণ্ডিগড় ইউনিভার্সিটিতে বিবিএতে। গত বছর বিইউ শুভর পরিচালনায় ‘প্রেম ও পরীর গল্প’ নামের একটি নাটকে প্রথম অভিনয় করেন। এরপর মিজানুর রহমান লাবুর ‘ফেব্রুয়ারি’, ফুয়াদের ‘খুনসুটি’, বিইউ শুভর ‘নাম প্রকাশে অনিচ্ছুক’সহ বেশ কয়েকটি খণ্ড নাটকে কাজ করেন তিনি। এবার দু’টি সিনেমায় কাজ করতে যাচ্ছেন সামিনা বাশার। এ প্রসঙ্গে তিনি বলেন, দীপংকর দীপনের ‘অপারেশন সুন্দরবন’ ছবিতে একটি গ্রামের মেয়ের চরিত্রে অভিনয় করতে যাচ্ছি। শিগগিরই এ সিনেমার শুটিং শুরু হবে।
এতে আমার বিপরীতে মনোজ প্রামাণিক অভিনয় করবেন। অন্যদিকে অপূর্ব-রানার ‘উন্মাদ’ সিনেমায়ও অভিনয় করবো আমি। এ ছবির শুটিং এরইমধ্যে শুরু হয়েছে। সামনে আমার কাজ শুরু হবে। ‘উন্মাদ’ রোমান্টিক-অ্যাকশন ঘরানার সিনেমা। আশা করি, আমার নতুন কাজগুলো দর্শক পছন্দ করবেন।

0Shares
`);printWindow.document.close(); }) .catch(error => console.error("Error loading print page:", error)); }); });