ডায়ালসিলেট ডেস্ক::আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার কারাবন্দি দিবস আজ। ২০০৭ সালের এই দিনে এক-এগারোর তত্ত্বাবধায়ক সরকারের বিভিন্ন মামলায় বঙ্গবন্ধুকন্যাকে গ্রেফতার করা হয়। ওই দিন ভোরে আইনশৃঙ্খলা বাহিনীর দুই সহস্রাধিক সদস্য ধানমণ্ডির ৫ নম্বর সড়কে বঙ্গবন্ধকন্যার বাসভবন ‘সুধা সদন’ ঘেরাও করেন। এরপর তাঁকে গ্রেফতার করে আদালতে নেওয়া হয়।আদালত জামিন নামঞ্জুর করলে জাতীয় সংসদ এলাকায় স্থাপিত বিশেষ সাবজেলে নেওয়া হয় তাঁকে। সেখানেই দীর্ঘ ১১ মাস বন্দিজীবন কাটে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার। আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনগুলোর ধারাবাহিক প্রতিরোধ আন্দোলন, বঙ্গবন্ধুকন্যার আপসহীন ও দৃঢ় মনোভাব এবং সর্বস্তরের জনগণের প্রবল চাপে ২০০৮ সালের ১১ জুন তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার শেখ হাসিনাকে মুক্তি দিতে বাধ্য হয়। এর মাত্র ছয় মাসের ব্যবধানে ওই বছর ডিসেম্বরে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় নিয়ে ক্ষমতায় আসে আওয়ামী লীগ।

Thank you for reading this post, don't forget to subscribe!

আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন দিনটি ‘শেখ হাসিনার কারাবন্দি দিবস’ হিসেবে পালন করে আসছে।

ডায়ালসিলেট এম/৪

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *