বিনোদন ডেস্ক:যেকোনো উৎসবে সিনেমা মুক্তি নিয়ে ব্যস্ত থাকেন তারকা থেকে শুরু করে নির্মাতারা। তবে এবারের পূজায় একটি গান মুক্তিতেও সমান আনন্দ অনুভব করছেন অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জী। এই নিয়ে দ্বিতীয়বার পূজায় তার মিউজিক ভিডিও প্রকাশ পেতে চলেছে। এদিকে চলতি বছরের পূজা ভারতবাসীর জন্য একটু অন্যরকম। আনন্দের পাশাপাশি আন্দোলন, প্রতিবাদ, বিষণ্নতার ছায়ায় মোড়া। তবু এক বছর অপেক্ষার পরে চার দিনের উদ্যাপন। সম্প্রতি এক সাক্ষাৎকারে শ্রাবন্তী বলেন, ঠিক এই কারণেই পূজার গানে অংশ নিতে রাজি হয়েছি। এটা আমার পক্ষ থেকে একটি চমকও। কারণ, অনেক লোক এই উৎসবের দিকে তাকিয়ে বসে থাকেন। পূজার ছবি, গানের হাত ধরে কলাকুশলী, অভিনেতাদের উপার্জন হয়। তাই ইচ্ছা না থাকলেও সংসার চালানোর কারণে আমরা কাজ করতে বাধ্য। পাশাপাশি, পূজার গানের শুটিং মানেই আগাম শারদীয়ার আমেজ। এই বিষয়টিও অস্বীকার করেননি তিনি। রাহুল বীর কুমার ঘোষের পরিচালনায় শ্রাবন্তীর পূজার গানে কণ্ঠ দিয়েছেন অনন্যা চ্যাটার্জী। ‘সান ভেঞ্চার’-এর ব্যানারে ‘জয় জয় মা দুগ্গা’ শিরোনামের গানটি খুব শিগগিরই মুক্তি পাবে।
Thank you for reading this post, don't forget to subscribe!
