মনজু বিজয় চৌধুরী: অসুস্থ স্ত্রীকে দেখতে গিয়ে শ্বশুরবাড়ির লোকজনের হামলায় মেয়ে জামাই গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় শ্বশুরকে গ্রেফতার করেছে পুলিশ। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এ ঘটনা ঘটে।
Thank you for reading this post, don't forget to subscribe!সোমবার (৮ মে) দুপুরে অভিযুক্ত শ্বশুরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।
শ্রীমঙ্গল থানায় মামলা সূত্রে জানা যায়, রোববার বিকালে মৌলভীবাজার শহরের পশ্চিম কাজীরগাঁও এলাকার আব্দুল ওয়াহিদের ছেলে আব্দুস সালাম তালুকদার শ্রীমঙ্গলস্থ পশ্চিম ভাড়াউড়া রোডে শ্বশুর বাড়িতে অবস্থানরত তার স্ত্রীকে দেখতে যান। এসময় তার স্ত্রীর অসুস্থ হওয়ার বিষয় নিয়ে শ্বশুর-শাশুড়ির সাথে কথাকাটাকাটি হয় জামাতা সালাম তালুকদারের সাথে।
এক পর্যায়ে জামাতার সাথে শ্বশুর জাহাঙ্গীর মিয়া, শাশুড়ি দুলি বেগম ও শ্যালক তানভির মিয়া তর্কে জড়িয়ে পড়েন। কথাকাটাকাটির জেরে জামাতাকে শশুর-শাশুড়ি ও শ্যালক মিলে মারপিট করেন। মারপিটের একপর্যায়ে দারালো দা দিয়ে জামাতার মাথায় কোপ মেরে গুরুতর আহত করেন হামলাকারীরা।
এ ঘটনায় আহত জামাতা আব্দুস সালামের ভাই বাদি হয়ে শ্রীমঙ্গল থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে জামাতার করা মামলার প্রধান আসামি শ্বশুর জাহাঙ্গীর মিয়াকে (৫০) গ্রেফতার করে শ্রীমঙ্গল থানা পুলিশ।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম জানান, মেয়ে জামাই আব্দুস সালামের উপর হামলার সাথে জড়িত প্রধান আসামি পশ্চিম ভাড়াউড়া রোডের শ্বশুর জাহাঙ্গীর মিয়াকে গ্রেফতার করে সোমবার দুপুরে মৌলভীবাজার বিজ্ঞ আদালতে হাজির করলে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন।




