শ্রীমঙ্গল প্রতিনিধি:মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ইয়াবাসহ এক যুবককে আটক করেছে শ্রীমঙ্গল থানার পুলিশ। আটক যুবকের নাম মো. ইমন মিয়া (১৯)। রোববার (২০ অক্টোবর) বিকেল পৌনে ৪টায় তাকে আটক করা হয়।
Thank you for reading this post, don't forget to subscribe!জানা যায়, শ্রীমঙ্গল থানার ওসি’র দিকনির্দেশনায় রোববার বিকেলে শ্রীমঙ্গল থানাধীন দক্ষিণ উত্তরসুর দ্বারিকাপাল মহিলা কলেজের গেটের সামনে থেকে এসআই হাফিজুর রহমান সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ইমনকে আটক করেন।
শ্রীমঙ্গল থানার ওসি আব্দুছ ছালেক আটকের সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে শ্রীমঙ্গল থানায় মাদক মামলা প্রক্রিয়াধীন আছে।

