মনজু বিজয় চৌধুরী: শ্রীমঙ্গলের পৌরসভাধীন খোলা বাজারে ইজারা আদায় নিয়ে ব্যবসায়ীদের মাঝে সৃষ্টি হওয়া সমস্যার সমাধান করা হয়েছে।
আজ দুপুরে পৌরসভার সম্মানিত মেয়র মো. মহসিন মিয়া মধুর সভাপতিত্বে মেয়রের কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সভার মধ্যস্থতা করেন শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হাজী মোঃ কামাল হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাজী মোহাম্মদ লিটন আহমেদ, শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সভাপতি এস এম ইয়াহিয়া, বিশিষ্ট ব্যবসায়ী দুলাল হাজী, পৌর কাউন্সিলর ও প্যানেল মেয়র-১ আলহাজ্ব কাজী আব্দুল করিম, কাউন্সিলর
প্যানেল মেয়র- ২ মীর এম এ সালাম, কাউন্সিলর হানিফ চৌধুরী, কাউন্সিলর আলকাছ মিয়া, কাউন্সিলর আব্দুল জব্বার আজাদ, ব্যবসায় সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আক্তার হোসেন ও কার্যকরী সদস্য আমজাদ হোসেন বাচ্চুসহ অন্যান্য ব্যবসায়ী বৃন্দ।
আলোচনা সভায় যে সকল ব্যবসায়ী সম্প্রীতি এক প্রতিবাদ সভায় পৌরসভার কাউন্সিলর, অন্যান্য কর্তৃপক্ষ ও ইজারাদারের বিরুদ্ধে যে সকল অসত্য তথ্য যুক্ত করে বক্তব্য প্রদান করেছেন সেজন্য আজ তারা মেয়র মহোদয়ের কাছে দুঃখ প্রকাশ করে ক্ষমাপ্রার্থনা করেন।
ভবিষ্যতে তারা পৌর আইন মেনে শান্তি-শৃঙ্খলা বজায় রেখে ব্যবসা করবেন বলেও প্রতিশ্রুতি দেন। সভায় বিভিন্ন যুক্তি তুলে ধরে বক্তব্য রাখেন ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হাজী মো. কামাল হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান হাজী মোহাম্মদ লিটন আহমেদ, পৌর কাউন্সিলর ও প্যানেল মেয়র কাজী আব্দুল করিম, মীর এম এ সালাম ও ব্যবসায়ী সমিতির যুগ্মসাধারণ সম্পাদক আক্তার হোসেন।
পৌরসভার মেয়র মো. মহাসিন মিয়া মধু উনার বক্তব্যে বলেন পৌরসভায় যারা ব্যবসা করেন তারা সবাই আমার মানুষ। তাদের দুঃখ দেখার দায়িত্ব আমার। কেউ যদি তাদের সাথে অন্যায় করে তাহলে তারা সরাসরি আমার কাছে অভিযোগ করবে। আমি তার যথাযথভাবে ব্যবস্থা নিব। তিনি আরো বলেন পৌরসভায় কোন অবৈধ সমিতি থাকতে পারবেনা, কিছু ব্যবসায়ী আছেন তারা অবৈধ সমিতি গঠন করে ১০ থেকে ২০ টাকা করে উত্তোলন করে আসছে। পৌরসভার ভিতরে এসব অনৈতিক কর্মকান্ড চালাতে নিষেধ প্রদান করেন তিনি। পাশাপাশি সবাইকে পৌর আইন মেনে সুশৃঙ্খলভাবে ব্যবসা করার আহ্বান জানান।

