শ্রীমঙ্গল প্রতিনিধি:’জীবনের আগে জীবিকা নয়, সড়ক দুর্ঘটনা আর নয়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন করা হয়েছে।
Thank you for reading this post, don't forget to subscribe!মঙ্গলবার (২২ অক্টোবর) শ্রীমঙ্গল নিসচা অফিস থেকে র্যালিটি বের করে শ্রীমঙ্গল চৌমুহনায় এসে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন করার লক্ষ্যে লিফলেট, পোস্টার ও স্টিকার বিতরণ করা হয়।
পরে আলোচনা সভায় বক্তব্য রাখেন সিলেট বিভাগের সাবেক স্বাস্থ্য পরিচালক ডা. হরিপদ রায়, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান মামুন, টিআই রুপন কুমার রায়, শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সোহেল রানা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দিলীপ কুমার বর্ধন।
উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জহর তরফদার, ফারিয়ার সভাপতি দেবব্রত দত্ত হাবুল, নিরাপদ সড়ক চাই শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি আমজাদ হোসেন রনি, সহ-সভাপতি ছালেহ আহমদ, আব্দুল মতিন, সাধারণ সম্পাদক গোলাম রহমান মামুন, দপ্তর সম্পাদক অর্জুন

