স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিজিবি শ্রীমঙ্গল সেক্টরের ৯ম প্রতিষ্ঠা বার্ষিকি পালিত হয়েছে। রবিবার ১০ এপ্রিল সন্ধ্যায় শ্রীমঙ্গলস্থ বিজিবি শ্রীমঙ্গল সেক্টরের সদর দপ্তরে কেক কেটে দিবসটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন শ্রীমঙ্গল সেক্টর কমান্ডার কর্ণেল তুহিন মোহাম্মদ মাসুদ।
Thank you for reading this post, don't forget to subscribe!এ সময় উপস্থিত ছিলেন বিজিবি শ্রীমঙ্গল ব্যাটালিয়ানের অধিনায়ক লে: কর্ণেল মিজানুর রহমান শিকদার, বিজিবি শ্রীমঙ্গল সেক্টরের কর্মকর্তা মেজর মোঃ তানভীর খান, পুলিশ সুপার মোঃ জাকারিয়া, মৌলভীবাজার অতিরিক্ত জেলা প্রশাসক, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ শামীম অর রশীদ তালুকদারসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সূধীজন। পরে অতিথিরা মিলিত হন ইফতার পাটিতে।
বিজিবি শ্রীমঙ্গল সেক্টরের জন্ম দিন উপলক্ষে আগত সকল অতিথিদের শ্রীমঙ্গল সেক্টরের পক্ষ থেকে দেয়া হয় শুভেচ্ছা উপহার।

