ডায়াল সিলেট ডেস্ক : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সকল নারীদের জন্য রন্ধন প্রতিযোগিতা ‘পাকা রাধুনী’ অনুষ্ঠিত হয়েছে।
মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরে হবিগঞ্জ রোডে অবস্থিত সাদিমহল সেন্টারে সোমবার সকাল ১০ টা, থেকে বিকেল ৪ টা পর্যন্ত, রন্ধন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয় । ঝাল ও মিষ্টি দুই আইটেম দিয়ে পাকা রাধুনি প্রতিযোগীতা অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব, আলী রাজিব মাহমুদ মিটন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা শোয়েব আহমেদ চৌধুরী, শ্রীমঙ্গল উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কর, পাকা রাধুনি জাজমেন্টে ছিলেন শ্রেষ্ঠ নারী উদ্দোক্তা আইরিন সুলতানা, উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল অনলাইন প্রেসক্লাবের সভাপতি ও আমার সিলেটের সম্পাদক,আনিসুল ইসলাম আশরাফী। উক্ত অনুষ্ঠান পরিচালনা করেন,নকশী কাঁথা ফাউন্ডেশনের (NHTTC) এর পরিচালক / প্রশিক্ষক:জেসমিন সুরুজ জুই, এম,এ (ঢাঃবিঃ)। জাতীয় আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত,দেশ টিভি দুরপার বিশেষজ্ঞ, কারিগরি শিক্ষা বোর্ডের কুকিং এসোসর,শ্রেষ্ট জয়িতা শ্রীমঙ্গল উপজেলা এক্সপার্ট টিচার, ভারত। সহযোগিতায় ছিলেন, মৌলভীবাজার জেলার নারী উদ্দোক্তা প্রধান সমন্নয়ক মিতালি দাস। এসময় রান্না প্রতিযোগীতা অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে অংশগ্রহণ করায় এক সম্মাননা স্মারক প্রদান করা হয়। এতে উপস্থিত তেকে সম্মাননা স্মারক গ্রহন করেন, শ্রীমঙ্গল ১,২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর তানিয়া আক্তার, ৬,৭,৮ মহিলা কাউন্সিলর শারমিন জাহান, সিনিয়র সিটিজেন শিক্ষিকা রহিমা বেগম,নারী উদ্দোক্তা মিতু রায়,শ্রীমঙ্গল ইন, হোটেল এ্যান্ড রেস্টুরেন্টের, চেয়ারম্যান ছায়েদ আলি,গণমাধ্যম কর্মী হিসেবে আমিনুর রশিদ চৌধুরী রুমন সম্মানন স্মারক গ্রহন করেন। উক্ত অনুষ্ঠানে শেষে বিশেষ অতিথিবৃন্দ উপস্থিত না থাকায় পরে সম্মাননা স্মারক গ্রহন করেন,শ্রেষ্ঠ সমাজ সেবিকা মমতাজ জালাল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিতালি দত্ত,৫ নং ওয়ার্ড কাউন্সিল জনাব মসুদুর রহমান মসুদ। প্রথম বিজয়ী পেয়েছেন ইলেকট্রনিক ওভেন।২য় বিজয়ী পেয়েছেন মান্টি কুকার।৩য় বিজয়ী পেয়েছেন রাইস কুকার। এসময় প্রতিযোগীতায় সকল অংশ গ্রহানকারীদের কে পাকা রাধুনির পক্ষথেকে সান্তনা পুরস্কার হিসেবে গলায় মেডেল প্রদান করা হয়।
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *