মনজু বিজয় চৌধুরী॥ শ্রীমঙ্গল কলেজ রোডের শিক্ষা প্রতিষ্ঠানের সামনে থেকে পৌরসভার ময়লার ভাগাড় স্থানান্তরের দাবীতে সরকারি কলেজ ও গাউছিয়া সফিকিয়া সুন্নীয়া দাখিল মাদ্রাসার শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচি পালন করে। মঙ্গলবার সকালে ময়লার ভাগাড়ের সামনে এ কর্মসূচী পালন করা হয়। কর্মসূচীতে শিক্ষার্থীরা আলটিমেটাম দেন যদি ময়লার ভাগাড় এখান থেকে সরানো না হয় তাহলে তারা ক্লাস বর্জন ও আমরণ অনশন করবেন বলে হুশিয়ারী দেন।
এ ব্যাপারে শ্রীমঙ্গল পৌরসভার মেয়র মহসিন মিয়া মধু এর নিকট বক্তব্য জানতে চাইলে তিনি প্রথমে শিক্ষার্থীদের আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করে জানান,হাইল হাওড়ের জেডি রোড এলাকায় জমি অধিগ্রহণ করা হয়েছে ময়লা ফেলার জন্য,কিন্তু সদর ইউনিয়ন পরিষদের তৎকালীন ও বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায় ও এলাকাবাসীর বিরোধীতায় তা আটকে যায়।
তিনি আরও জানান, এ ব্যাপারে ওই এলাকার একজন বাসিন্দা হাইকোর্টে রীট পিটিশন দায়ের করলে আদালত স্থগিতাদেশ দেয়ার কারনে কার্যক্রম এগিয়ে নেয়া যাচ্ছে না বলে জানান।
এ ব্যাপারে উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায় জানান,বর্তমান কলেজ রোডের ময়লার ভাগাড়ে যখন ময়লা ফেলা হত তখন ওই এলাকায় কোন শিক্ষা প্রতিষ্ঠান ও জনবসতি ছিল না। পরে শিক্ষা প্রতিষ্ঠান ও জনবসতি গড়ে ওঠার কারনে আজ দাবী ওঠেছে ময়লার ভাগাড় সরানোর। জেলা প্রশাসক কর্তৃক জেডি রোড এলাকায় যেখানে জমি অধিগ্রহণ করা হয়েছে সেখানের আশপাশে কয়েকটি গ্রাম,মসজিদ ও মন্দির রয়েছে। এক এলাকার জনগণের সুবিধা করে আরেক এলাকার জনগণের অসুবিধা করা অমানবিক বলে জানান।
তাহলে এর সমাধান কি প্রশ্ন রাখলে তিনি জানান,এ ব্যাপারে তিনি স্হানীয় সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদের সাথে পরামর্শ করে বিকল্প সুদূরপ্রসারী পরিকল্পনা করছেন অন্য কোথাও জায়গা নির্ধারণের। যেখানে কোন জনবসতি ও আপত্তি থাকবে না বলে জানান।

Thank you for reading this post, don't forget to subscribe!
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *