১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শ্রীমঙ্গলে ৪র্থ বারের মতো এ বছরের চা নিলাম

মনজু চৌধুরী॥ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এবছর ৪র্থ বারের মতো চা নিলাম অনুষ্ঠিত হয়েছে। নিলামে সাড়ে ৩ লক্ষ কেজি চা পাতা বিক্রী হয়, যার আনুমানিক বাজার মূল্য ৩ কোটি টাকা।
৮ জুন বুধবার শ্রীমঙ্গল জেলা পরিষদ অডিটরিয়ামের হলরুমে সকাল সাড়ে ৮ টা থেকে দুপুর পর্যন্ত এনিলাম অনুষ্ঠিত হয়। এতে শ্রীমঙ্গলের ৪টি ও চট্রগ্রামের ৫টিসহ মোট ৯টি ব্রোকার হাউজ অংশ গ্রহন করে। অংশগ্রহনকারী প্রায় ৩০টি বাগানের মধ্যে সিটি গ্রুপের সর্বোচ্চ ৮টি বাগান অংশ গ্রহন করে। নিলামে সবচেয়ে বেশী দামে বিক্রী হয় চট্রগ্রামের কর্ণফুলী চা বাগানের চা, যার মূল্য ছিল ২৬২ টাকা প্রতি কেজি।
অংশগ্রহনকারী ১২টি হাউজের মধ্যে ৯টি হাউজ আজকের নিলামে অংশ গ্রহন করে। এবছরই এ প্রথম চট্রগ্রাম ব্রোকার হাউজগুলো চা নিলামে াংশ গ্রহন করে।
ব্রোকার ও বায়াররা বলেন, নিলামের স্থানটি আরও উন্নত করা প্রয়োজন, তাতে করে বায়ার ও ব্রোকাররা স্বাচ্ছন্ধে নিলামে অংশ গ্রহন করতে পারবে।