মনজু চৌধুরী: শ্রীমঙ্গল উপজেলার ভানুগাছ রোড রাস্তাটি যেনো এক মৃত্যুকোপ হয়ে আছে। রাস্তার উন্নয়ন কাজের ধীরগতির ফলে যানবাহন চলাচলে যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দূর্ঘটনা। চৌমুহনা হতে ভানুগাছ রাস্তার নির্মাণ কাজ চলমান আছে।
Thank you for reading this post, don't forget to subscribe!জানা যায়, পবিত্র রমজান মাসের মাঝামাঝি সময়ে ঈদ উপলক্ষে রাস্তার উন্নয়ন কাজ বন্ধ রয়েছে। এদিকে রাস্তার কাজ বন্ধ থাকায় রাস্তার এক পাশ দিয়ে যানবাহন আসা-যাওয়া বন্ধ রয়েছে। যেকারণে অন্যপশ দিয়েই সবধরণের যানবাহন চলাচল করেছে। যেকারনে এ রোড যাতায়াতে দেখা দিয়েছে তিব্র যানজট। শুধু তাই নয়,এ রোড দিয়ে চলাচলে ভোগান্তি পোহাতে হচ্ছে যানবাহনের ড্রাইভার থেকে শুরু করে যাত্রীদের।
এদিকে ৯ মে সোমবার ভোর আনুমানিক ৫ ঘটিকার সময় সিমেন্টবাহী একটি পৌরসভার পানির লাইনের পয়েন্ট এর স্লেপ ভেঙে গর্তে ঢুকে যায়। আনুমানিক ৭ঘটিকার খবর পেয়ে সময় সড়ক বিভাগের ক্রেং দিয়ে ঘটনাস্থল থেকে গাড়ীটি উদ্ধার করেছে বলে জানা যায় । রাস্তায় পানির লাইনের পয়েন্টটি ভেঙে যাওয়ায় বর্তমানে ঝুকিপূর্ণ হয়ে পড়েছে। যেকোনো সময় বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারে বলে স্থানীয় ব্যবসায়ীরা মনে করেছেন।
এছাড়াও ভুক্তভোগীরা জানান,এ রাস্তা দিয়েই হাসপাতালের রোগীদের নিয়ে এ্যাম্বুলেন্স আসা-যাওয়া করেন। বিজিবি ক্যাম্পের চলাচলও এরাস্তা হয়। আনুমানিক ৮ বা ১০ ইঞ্চি রড দিয়ে ঢালাই কাজ বন্ধ থাকায় রড গুলো সোজা হয়ে থাকায় যে কোনো সময় বড় ধরনের প্রাণহানি ও যানমালের ক্ষতির আশংকা করছেন।
যতদ্রুত সম্ভব কাজ সম্পন্ন করে রাস্তা জনস্বার্থে উন্মুক্ত করে দিতে সংশ্লিষ্ট কতৃপক্ষ ও ঠিকাদারের প্রতি অনুরোধ জানিয়েছেন ভুক্তভোগী জনসাধারণ।এদিকে,গতকাল বৃষ্টির ফলে রাস্তায় বিভিন্ন স্থানে পানি জমাট বাধায় লোকজনের জামা, পেন্ট, ছাত্রছাত্রীদের পোষাক,ব্যাগ,বই কাঁদায় ভিজে নষ্ট হয়ে যাচ্ছে ও চলাচলে বিঘ্ন ঘটছে।গত ঈদে সারাদেশ থেকে আগত পর্যটকেরা যানজট পোহাতে হয়েছে ও পোহাতে হচ্ছে।

