ডায়াল সিলেট ডেস্ক ::  মৌলভীবাজারের শ্রীমঙ্গলে স্বেচ্ছাসেবি সংগঠন শ্রীমঙ্গল রক্তদান সমাজকল্যাণ সংস্থার ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (১২ ডিসেম্বর) শ্রীমঙ্গল শহরের হবিগঞ্জ রোডস্থ শাদীমহল কমিউনিটি সেন্টারে সকাল ৯ টা থেকে বেলে ১ টা পর্যন্ত ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

শ্রীমঙ্গল রক্তদান সমাজকল্যাণ সংস্থার সভাপতি আজহারুল ইসলাম অনিকের সভাপতিত্বেে ও সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রীমঙ্গল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাজী মোঃ লিটন আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, শ্রীমঙ্গল পৌরসভার প্যানেল মেয়র-২ ও পৌরসভার ৭ নং ওয়ার্ড কাউন্সিলর মীর এমএ সালাম, বিশিষ্ট সমাজসেবক আবু সুলতান মুহাম্মদ ইদ্রিস লেদু,  দি নিউ লাইফ হসপিটাল শ্রীমঙ্গল এর আরএমও ডা. আব্দুল্লাহ আল-মামুন, শ্রীমঙ্গল হেলথ লাইন ডায়াগনস্টিক সেন্টারের ফাউন্ডার অ্যান্ড ডিরেক্টর ডা. নাজেম আল কোরেশী রাফাত, শ্রীমঙ্গল উপজেলা মৎসজীবীলীগ সভাপতি আশিকুর রহমান আশিক, জাতীয় মানবাধিকার সংস্থা ইডাফ এর  শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি সাইদুল ইসলাম সবুজ এবং শ্রীমঙ্গল রক্তদান সমাজকল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মো: ইমরান হোসেন।

সংগঠন সূত্রে জানা যায়, অনুষ্ঠানে সংস্থার বিভিন্ন কাজে বিশেষ অবদান রাখায় সংগঠনের সদস্যদের সনদ প্রদান করা হয়। এছাড়া মেডিকেল ক্যাম্পে ৪৬০জন রোগী বিনামূল্যে চিকিৎসা নিয়েছেন। এরমধ্যে ৬০ জন ছানী রোগি ছিলেন। আগামীকাল সম্পূর্ণ বিনামূল্যে এসব রোগির অপারেশন করা হবে।

প্রসঙ্গত, ২০১৮ সালে শ্রীমঙ্গল রক্তদান সমাজকল্যাণ সংস্থাটি যাত্রা শুরু করে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *