জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সকল ভারতীয় নাগরিকের কাছে নায়ক বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ বুধবার (১৭ মার্চ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়ে টুইটারে দেওয়া এক বার্তায় তিনি এ কথা বলেন।
Thank you for reading this post, don't forget to subscribe!টুইটারে দেওয়া পোস্টে নরেন্দ্র মোদী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি অন্তর থেকে শ্রদ্ধা জানাচ্ছি। তিনি স্বাধীনতা ও মানবাধিকার রক্ষায় চ্যাম্পিয়ন। তিনি সকল ভারতীয় নাগরিকের কাছে একজন নায়কও।তিনি আরও বলেন, মুজিববর্ষ উদযাপন উপলক্ষে চলতি মাসের শেষের দিকে বাংলাদেশ সফরে যাচ্ছি। এটা আমার জন্য সম্মানের।
এদিকে টুইটারে দেওয়া এক পোস্টে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর বলেছেন, ১০১তম জন্মবার্ষিকীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। তার চিন্তা-ভাবনা ও নীতি এখনও সারা বিশ্বের কোটি কোটি মানুষকে অনুপ্রেরণা দেয়। বাংলাদেশের সঙ্গে যৌথভাবে ঐতিহাসিক মুজিববর্ষ উদযাপনের সুযোগ পেয়ে ভারত গর্বিত।

