ডায়ার সিলেট ডেস্ক :: শান্তিতে নোবেল বিজয়ী কিংবদন্তী মানবসেবী মাদার তেরেসা’র ১১৩তম জন্ম বার্ষিকী উপলক্ষে“আর্ত-মানবতার সেবায় মাদার তেরেসার অবদান” শীর্ষক আলোচনা সভা, গুণীজন সম্বর্ধনা ও কবিতা আবৃত্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
Thank you for reading this post, don't forget to subscribe!স্বদেশ সাংস্কৃতিক ফাউণ্ডেশনের আয়োজনে শনিবার বিকালে ঢাকার কাকরাইল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট (আইডিইবি) সেমিনার হল (নীচ তলা) এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
অনুষ্ঠানে সাংবাদিকতা ও সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য মাদার তেরেসা শাইনিং পার্সোনালিটি এ্যাওয়ার্ড ২০২৩ পেলেন মৌলভীবাজারে সাংবাদিক কে এম সাইদুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা বিচারপতি মীর হাসমত আলী বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোঃ মঈনুদ্দিন কাজল সাবেক অতিরিক্ত সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, আলহাজ্ব প্রফেসর নুরজাহান বেগম উপদেষ্টা, স্বদেশ সাংস্কৃতিক ফাউন্ডেশন লায়ন এ্যাড. মোঃ রবিউল হোসেন রবি সভাপতি, স্বদেশ সাংস্কৃতিক ফাউন্ডেশন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অধ্যাপক ড. বিকিরন প্রসাদ বড়ুয়া (একুশে পদক প্রাপ্ত), পদার্থ বিজ্ঞান বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়,বীর মুক্তিযোদ্ধা মেজর (অবঃ) বিজয় ম্যানুয়েল ডি. প্যারেস বিশিষ্ট লেখক ও গবেষক,বীর মুক্তিযোদ্ধা শৈলেন্দ্রনাথ রায় প্রেসিডেন্ট, বাংলাদেশ লোকনাথ ফাউন্ডেশন গোলাম মোস্তফা জেমস্, প্রধান সম্পাদক- জাতীয় দৈনিক নববানী হাজী মোঃ আসিক মিয়া সিকদার সভাপতি-এশিয়ান মাদার এন্ড চাইল্ড সেফ ফাউন্ডেশন, সিলেট, মিসেস দীপিকা রানী সমদ্দার বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবী।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, জাফর আহম্মদ রাজু সাধারণ সম্পাদক, স্বদেশ সাংস্কৃতিক ফাউন্ডেশন বীর মুক্তিযোদ্ধা, শেখ মোঃ ইদ্রিস আলী, আহ্বায়ক, অনুষ্ঠান উদযাপন কমিটি সঞ্চালনায় : মোঃ শাহাদাত হোসেন শাওন অতিরিক্ত নির্বাহী পরিচালক, আসক।

