Thank you for reading this post, don't forget to subscribe!
সােহেল আহমদ :: সিলেটে যুবদলের দ্বি-বার্ষিক সম্মেলনকে ঘিরে আবারো মাঠে সক্রিয় হয়ে উঠছে দলটি। দীর্ঘ দুইযুগ পর সিলেট জেলা ও মহানগর যুবদলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ সম্মেলনকে ঘিরে নেতাকর্মেীদের মাঝে ব্যাপক উতসাহ উদ্দিপনা দেখা দিয়েছে।
আগামীকাল শনিবার সিলেটের রেজিস্ট্র্যারি মাঠে জেলা যুবদলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে এবং আগামীরবিবার মহানগর যুবদলের দ্বি-বার্ষিক সম্মেলন নগরীর শহীদ সোলেমান হলে অনুষ্টিত হবে। এই সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে বিপুল উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। এবারের জেলা ও মহানগর যুবদলের সম্মেলনে দুটি পদে করে কাউন্সিলে চার পদে সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থী হয়েছেন ১৫ জন নেতা।
তার মধ্যে জেলা সভাপতি পদে ৩ জন ও সাধারণ সম্পাদক পদে ৪ জন এবং মহানগরে সভাপতি পদে ২ জন ও সাধারণ সম্পাদক পদে ৬ জন।
এবারের জেলা যুবদলের সভাপতি পদে প্রার্থী হয়েছেন জেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মুমিনুল ইসলাম মুমিন, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি সাঈদ আহমদ ও জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য শাহেদ আহমদ চমন।
এতে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন জেলা যুবদলের সদস্য সচিব ও জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মকসুদ আহমদ, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি লিটন আহমদ, সাবেক যুগ্ম সম্পাদক মিজানুর রহমান নেছার ও জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এখলাছুর রহমান মুন্না।
মহানগর যুবদলে সভাপতি পদে যুবদল নেতা নজরুল ইসলাম ও বিএনপি নেতা সুহেল আহমদ এবং সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য উমেদুর রহমান উমেদ, মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মির্জা মো. সম্রাট হোসেন, সিলেট মদন মোহন কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হাসিম জাকারিয়া, মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য এমদাদুল হক স্বপন, যুবদল নেতা সুহেল মাহমুদ ও মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য কয়েস আহমদ।
আগামী নির্বাচনকে সামনে রেখে দলকে আরো শক্তিশালী করতে সঠিক নেতৃত্ব গঠনের মাধ্যমে সিলেটের আন্দোলন সংগ্রামকে এগিয়ে নিতে দলের নেতৃত্বদান ত্যাগী নেতাদের প্রয়োজন। তবে নেতাকর্মীদের কোন্দলের কারণে দল অনেকটা পিছিয়ে রয়েছে। দলের দুসময়ে সময়ে সঠিক নেতৃত্ব নেতাকে মূল্যায়ন না করে হলে ভবিষ্যতে বিএনপি দলের জন্য বড় ধরনের ক্ষতির সম্মুখিন হতে হবে ।
তবে সম্মেলনকে ঘিরে ত্যাগী নেতাদের কতটুকু মূল্যায়ন করা হবে তা দলের দ্বায়িত্বে থাকা নেতাকর্মীরা কাউন্সিলের মাধ্যমে নির্বাচন করা হবে কে হচ্ছেন আগামী দিনের সভাপতি ও সম্পাদক।

