বিনোদন ডেস্ক:টলিউড সুপারস্টার দেবের বিপরীতে ‘প্রতীক্ষা’ নামক সিনেমায় অভিনয়ের কথা ছিল জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণের। হঠাৎ এই সিনেমা থেকে সরে আসার ঘোষণা দিয়েছেন তিনি। কারণ হিসেবে তিনি জানান, ভারতীয় ভিসা বন্ধ থাকায় শুটিংয়ে অংশ নিতে পারবেন না। সেই সঙ্গে নানা অনিশ্চয়তায় সরে আসার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। পশ্চিমবঙ্গের নির্মাতা অভিজিৎ সেনের এই সিনেমায় মিঠুন চক্রবর্তীর মতো কিংবদন্তি তারকার সঙ্গেও স্ক্রিনশেয়ার করার কথা ছিল তার। আগামী নভেম্বর মাসে ‘প্রতীক্ষা’র শুটিং শুরুর কথা ছিল। চলতি মাসেই শুরু হচ্ছে প্রাক শুটিংপর্ব। কলকাতা ও যুক্তরাজ্যে এর শুটিংয়ের পরিকল্পনা ছিল। ফারিণ বলেন, নভেম্বরে শুটিং শুরু করা না গেলে দেব ও মিঠুন চক্রবর্তীর শিডিউল পাওয়া যাবে না। আবার বাংলাদেশ থেকে ভিসা পাওয়াটাও অনিশ্চিত। এসব কারণে ছবিটিতে আমার কাজ করা হচ্ছে না। তিনি আরও বলেন, সিনেমাটির কারণে অনেক কাজ ছাড়তে হয়েছে। ওই শিডিউলে নতুন একটি কাজ নিয়েছি। এটিও একটি বড় বাজেটের কাজ। এর আগে ‘পাত্রী চাই’ নামে কলকাতার আরেকটি ছবিতে কাজের কথা ছিল ফারিণের। সেটিও গত বছর বাতিল হয়েছে। পরপর দু’টি ছবির কাজ বাতিল হওয়া প্রসঙ্গে ফারিণ বলেন, এটা কাকতালীয়। কী আর করার।
Thank you for reading this post, don't forget to subscribe!
