ডায়ালসিলেট ডেস্ক: কমলগঞ্জে বিষধর সাপের দংশনে চন্দ্র রিকিয়াশন (৪৫) নামে এক চা শ্রমিকের মৃত্যু হয়েছে। গত রোববার বিকালে পাহাড়ে জ্বালানী কাঠ আনতে গিয়ে সাপের কামড়ে তার মৃত্যু হয়। চন্দ্র রিকিয়াশন মাধবপুর ইউনিয়ন এর শ্রীগোবিন্দপুর চা বাগানের মৃত নরেশ রিকিয়াশনের ছেলে। সে দলই চা বাগানে শশুড় বাড়িতে ঘর জামাই হিসাবে বসবাস করতো।
Thank you for reading this post, don't forget to subscribe!পুলিশ সুত্রে জানা যায়, গত রোববার বিকালে জ্বালানি কাঠ সংগ্রহ করতে চন্দ্র রিকিয়াশন পাত্রখোলা চা বাগানের হাজারীবাগ চা সেকশনে যায়। এ সময় একটি বিষধর সাপ তার পায়ে কামড় দেয়। পরে সেখানেই তার মৃত্যু হয়। স্থানীয় শ্রমিকরা চন্দ্রকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে কমলগঞ্জ থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তীর নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। রোববার রাত ৮টায় মরদেহ উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কোন বিষাক্ত সাপের কামড়ে মৃত্যু হতে পারে। তবে ময়নাতদন্তের রিপোর্ট আসলে বুঝা যাবে আসল রহস্য।

