ডায়ালসিলেট;;
Thank you for reading this post, don't forget to subscribe!সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী বলেছেন, সাংবাদিকরা জাতির বিবেক, সমাজের দর্পণ। যেকোনো ক্রান্তিকালে সাংবাদিকরা সঠিক সংবাদ পরিবেশনের মাধ্যমে কার্যকর ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তবে সংবাদ প্রচারের মাধ্যমে কোনো দলীয় এজেন্ডা বাস্তবায়নের নাম সাংবাদিকতা নয়।
মুজিববর্ষ উপলক্ষে আজ শনিবার (৩ অক্টোবর) সকালে ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ডিজিটাল ঘড়ি স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় মাহমুদ উস সামাদ চৌধুরী বলেন, ফেঞ্চুগঞ্জের সামগ্রিক উন্নয়ন ও অগ্রগতিতে সাংবাদিকদের ইতিবাচক ভূমিকা রয়েছে। করোনার শুরু থেকে জীবনের ঝুঁকি নিয়ে গণমাধ্যমকর্মীরা মানুষকে সঠিক তথ্য জানাতে মাঠে কাজ করে যাচ্ছেন।
ফেঞ্চুগঞ্জ সদরের আকুল শাহ্ শপিং সিটি প্রাঙ্গণে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দীন ইসকা। প্রেসক্লাবের সদস্য দেলওয়ার হোসেন পাপ্পুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মৌসুমী মান্নান।
অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, ব্যবসায়ী আব্দুল হাই খসরু, শিক্ষক মো. শহিদুজ্জামান ও আকুল শাহ্ শপিং সিটির চেয়ারম্যান রাসেল আহমদ শাহ। স্বাগত বক্তব্য দেন প্রেসক্লাবের দপ্তর সম্পাদক এস এম মামুনুর রশীদ। অনুষ্ঠানে শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সংবাদকর্মী ছামি হায়দার।

