ডায়ালসিলেট ডেস্ক :: বরিশালে যুবদল নেতার হামলায় আহত হয়েছেন সিনিয়র সাংবাদিক আলম রায়হান। বর্তমানে তিনি ব‌রিশাল শের-ই বাংলা মে‌ডিক্যাল ক‌লেজ (শেবামেক) হাসপাতা‌লে চিকিৎসাধীন রয়েছেন।

শ‌নিবার (২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বরিশাল নগরের বটতলা জেলা পরিষদ মার্কেট সংলগ্ন এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, অতর্কিতভাবে সিনিয়র সাংবাদিক আলম রায়হানের ওপর চড়াও হয় হামলাকারীরা। এ সময় স্থানীয় দৈ‌নিক দক্ষিণের সময়ের ব‌রিশাল বিশ্ববিদ্যালয় (ববি) প্রতিনিধি হাফিজ ও হাতেম আলী কলেজ প্রতিনিধি মশিউরও আহত হন।

আহতরা জানান, মার্কেট অফিসের সামনের জায়গায় পানি জমেছিল। সেখানে দুই শ্রমিক বালু ফেলছিলেন। এ সময় স্থানীয় যুবদল নেতা তৌহিদসহ কয়েকজন এসে তাদের মারধর করে এবং পাশের একটি ডোবায় ধাক্কা দিয়ে ফেলে দেয়। তাদের উদ্ধারে এগিয়ে গেলে সাংবাদিক আলম রায়হান গুরুতর আহত হন। এ সময় হাফিজ আর মশিউর ছাড়াও খালিদ, মামুনুর রশিদ, রিফাত, রুনুসহ বেশ কয়েকজনকে পিটিয়ে জখম করা হয়েছে।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম বলেন, খবর পে‌য়ে পু‌লিশ সদস্যরা ঘটনাস্থ‌লে গিয়েছিল। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আসামিদের গ্রেফতার করা হবে।

ডায়ালসিলেট/এম/এ/

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *