ডায়াল সিলেট ডেস্ক :: সিলেট প্রেসক্লাবের সাবেক সহ সভাপতি, লন্ডন বাংলা প্রেসক্লাবের সাবেক নির্বাহী সদস্য, দৈনিক বাংলা বাজার পত্রিকা সিলেটের সাবেক ব্যুরো প্রধান, মুক্তিযুদ্ধের কলম সৈনিক প্রখ্যাত সাংবাদিক, ছড়াকার, গীতিকার ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব অজয় পালের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন সিলেটের সর্বস্থরের নাগরিকরা।
সোমবার বিকেল ৪ টায় সিলেট নাগরিক কমিটি’র উদ্যোগে সিলেট চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহিদমিনারে বিভিন্ন রাজনৈতিক, সাংবাদিক, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনসহ সর্বস্থরের নাগরিকবৃন্দ এই শ্রদ্ধা নিবেদন করেন।
সিলেট নাগরিক কমিটি’র শ্রদ্ধা নিবেদনের পর একে একে জাসদ, সিলেট জেলা প্রেসক্লাব, বাসদ, সিপিবি, সিলেট সম্মিলিত নাট্য পরিষদ, ওয়ার্কাস পার্টি, ইনোভেটর, মুক্তিযুদ্ধ অনুশীলন, মুক্তিযুদ্ধ পাঠাগার, সম্মিলিত সাংস্কৃতিক জোট, পরিবেশ ও ঐতিহ্য সংরক্ষণ ট্রাস্ট, দৈনিক যুগভেরী, প্রথম আলো উত্তর আমেরিকাসহ সাংবাদিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, সামাজিক সংগঠনের বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিকবৃন্দ শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন।
শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন, গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় সভাপতি ব্যারিস্টার মো. আরশ আলী, জাসদ জেলা সভাপতি লোকমান আহমদ, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আল আজাদ, সাবেক তাপস দাস পুরকায়স্থ, প্রবাসি নেতা সাকি চৌধুরী, সিলেট জেলা প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি হাসিনা বেগম চৌধুরী, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল রশীদ রেনু, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছামির মাহমুদ, ওয়ার্কার্স পার্টির জেলা সভাপতি সিকান্দার আলী, বাসদ জেলা সমন্বয়ক আবু জাফর, সিপিবি জেলা সাধারণ সম্পাদক খায়রুল হাছান, জাসদ জেলা সাধারণ সম্পাদক এ. কে কিবরিয়া চৌধুরী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সিলেট বিভাগীয় সমন্বয়ক শামসুল আলম সেলিম, ৫ নং ওয়ার্ড কাউন্সিলর রেজওয়ান আহমদ, জাসদ মহানগর সভাপতি ফারুক আহমদ, সাধারণ সম্পাদক গিয়াস আহমেদ, জাসদ মহানগর দপ্তর মাহমুদুল হক চৌধুরী, বাসদ জেলা সদস্য জুবায়ের আহমেদ চৌধুরী সুমন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব উত্তম সিংহ রতন, এনামুল মুনির, দৈনিক যুগভেরী পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক অপূর্ব শর্মা, বাপা জেলা সাধারণ সম্পাদক আব্দুল করিম কিম, সম্মিলিত নাট্য পরিষদের পরিচালক অরিন্দম দত্ত চন্দন, ভারপ্রাপ্ত সভাপতি উজ্জ্বল দেব, সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত, ইনোভেটর এর মুখ্য নির্বাহী প্রনব কান্তি দেব, গণজাগরণ মঞ্চের মুখপাত্র দেবাশীষ দেবু, আমিরুল ইসলাম চৌধুরী ইয়াইয়া, চয়ন চৌধুরী, সুমন কুমার দাশ, ইয়াইয়া ফজল, রাজীব রাসেল, ইয়াইয়া মারুফ, বাসদ জেলা সদস্য প্রণব জ্যোতি পাল প্রমুখ।

Thank you for reading this post, don't forget to subscribe!

জেলা প্রেসক্লাবের শ্রদ্ধা : দৈনিক বাংলাবাজার ও দৈনিক বাংলার সাবেক সিলেট ব্যুরো প্রধান, লন্ডন বাংলা প্রেসক্লাবের সাবেক কার্যনির্বাহী সদস্য, বিশিষ্ট সাংবাদিক ও লেখক অজয় পালের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন সিলেট জেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ।
সোমবার বিকেল সাড়ে ৪টায় নগরের চৌহাট্টাস্থ সিলেট কেন্দ্রীয় শহিদমিনারে সিলেট নাগরিক কমিটি স্থাপিত প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন ক্লাব নেতৃবৃন্দ।
এসময় সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ, নবনির্বাচিত সভাপতি হাসিনা বেগম চৌধুরী, সাবেক সভাপতি তাপস দাস পুরকায়স্থ, বর্তমান সাধারণ সম্পাদক ছামির মাহমুদ, নবনির্বাচিত কোষাধ্যক্ষ আনন্দ সরকার, সদস্য দেবাশীষ দেবু, সুমনকুমার দাশ, ইয়াহইয়া মারুফ, জিকরুল ইসলাম, রাজীব রাসেল ও জয়ন্ত কুমার দাস উপস্থিত ছিলেন।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *