বিভিন্ন মহলের শোক
ডায়াল সিলেট ডেস্ক :: হঠাৎ করেই চলে গেলেন সিলেটের সাংস্কৃতিক ব্যক্তিত্ব নব্বই দশকের জনপ্রিয় মডেল মিশফাক আহমদ মিশু। গতকাল শনিবার ভোরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৪ বছর। ব্যক্তিগত জীবনে তিনি এক পুত্র সন্তানের জনক। মিশুর স্ত্রী মাহজাবীন জহুরা কাকনও একজন মডেল ও নৃত্যশিল্পী। তিনি সিলেট সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। গতকাল রোববার বাদ মাগরিব সিলেটের হযরত শাহজালালের মাজার মসজিদে মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। জানাযায় বিভিন্ন শ্রেণিপেশার শতশত মানুষ উপস্থিত হন।
এদিকে সিলেটের জনপ্রিয় এ সাংস্কৃতিক ব্যক্তিত্বের আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সংস্কৃতি অঙ্গনে। রোববার ভোরে মৃত্যু সংবাদ শোনার পরপরই নগরীর রায়নগর এলাকায় তাঁর বাসায় ভিড় করেন বিভিন্ন অঙ্গনের মানুষ। অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মিশুর সাথে স্মৃতির কথা উল্লেখ করে লেখালেখি করেন। এছাড়াও তাঁর মৃত্যুতে বিভিন্ন ব্যক্তি ও সংগঠন শোক প্রকাশ করেছে। সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সাধারণ সম্পাদক রজতকান্তি গুপ্ত জানান, শুক্রবার রাতেও একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিশু। বাসায় ফেরার পর শনিবার ভোরের দিকে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এরপর নগরের একটি বেসরকারি হাসপাতালে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করা হয়।
সিলেট এমসি কলেজের সাবেক শিক্ষার্থী মিশুর ৯০ দশকে মডেল হিসেবে টেলিভিশন মিডিয়ায় আবির্ভাব। তিনি বেশকিছু বিজ্ঞাপনে মডেলিংয়ের পাশাপাশি টিভি নাটকেও অভিনয় করেন। টেলিভিশনে আসার আগে থেকেই মঞ্চ নাটকের সাথে সম্পৃক্ত ছিলেন মিশু। তিনি লিটল থিয়েটার সিলেটের নাট্যকর্মী। ২০১৬ সাল থেকে সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সভাপতির দায়িত্বপালন করে আসছেন মিশু। এছাড়া তিনি সিলেট মহানগর জাসদের সভাপতির দায়িত্বেও ছিলেন। করোনা সংক্রমণ এবং সাম্প্রতিক ভয়াবহ বন্যায় সিলেটে সংস্কৃতিকর্মীদের ‘কলের গাড়ি’র মাধ্যমে খাদ্য ও ত্রাণ সহায়তার অন্যতম উদ্যোক্তা ছিলেন মিশু।
বিভিন্ন মহলের শোক
পররাষ্ট্রমন্ত্রী : মিশফাক আহমেদ চৌধুরী মিশুর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। গতকাল শনিবার এক শোকবার্তায় পররাষ্ট্রমন্ত্রী বলেন, মিশফাক আহমেদ চৌধুরী মিশুর মৃত্যুতে সিলেটের সাংস্কৃতিক অঙ্গনে অপূরণীয় শূন্যতা তৈরি হলো। মিশফাক আহমেদ চৌধুরী মিশু ছিলেন অত্যন্ত মেধাবী এবং ন্যায়পরায়ণ ব্যক্তি। শিল্প-সংস্কৃতি চর্চায় তার অবদান সিলেটবাসী দীর্ঘদিন মনে রাখবে। সেই সঙ্গে মিশফাক আহমেদ চৌধুরী মিশুর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান পররাষ্ট্রমন্ত্রী।
সিসিক মেয়র : মিশফাক আহমেদ চৌধুরী মিশুর মৃত্যুতে শোক জ্ঞাপন করেছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। এই মৃত্যুতে সিলেটের সাংস্কৃতিক অঙ্গনের অপূরণীয় ক্ষতি হয়েছে বলে উল্লেখ করেন সিসিক মেয়র। শোকবার্তায় তিনি মরহুমের রুহের মাগফেরাত ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
সিলেট জেলা আওয়ামী লীগ : মিশফাক আহমেদ চৌধুরী মিশুর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. নাসির উদ্দিন খানসহ নেতৃবৃন্দ। এক শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, মিশফাক আহমেদ চৌধুরী মিশুর মৃত্যুতে সিলেটের সাংস্কৃতিক অঙ্গনে যে শূন্যতার সৃষ্টি হলো তা সহজে পূরণ হওয়ার নয়। নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
সিলেট মহানগর আওয়ামী লীগ : মিশফাফ আহমেদ চৌধুরী মিশুর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ। এক শোকবার্তায় সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জাকির হোসেন তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
সিলেট জেলা প্রেসক্লাব : মিশফাক আহমেদ চৌধুরী মিশুর আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে সিলেট জেলা প্রেসক্লাব। গতকাল গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ ও সাধারণ সম্পাদক ছামির মাহমুদ বলেন, মিশু ছিলেন একজন মেধাবী ও সজ্জন মানুষ। কর্মজীবনে তিনি তাঁর সাক্ষর রেখে গেছেন। সিলেটের প্রতিটি প্রগতিশীল ও ন্যায্য আন্দোলন-সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেছেন। তিনি অসাম্প্রদায়িক সাংস্কৃতিক ও রাজনীতির চর্চা করে গেছেন আমৃত্যু। করোনাকালে তাঁর মানবিক কর্মকা দেশে-বিদেশে মানুষের প্রসংসা কুঁড়িয়েছে। তাঁর মৃত্যু সমাজের অপূরণীয় ক্ষতি। সাংবাদিক নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন : মিশফাক আহমেদ চৌধুরী মিশুর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি শেখ আশরাফুল আলম নাসির ও সাধারণ সম্পাদক আশকার ইবনে আমিন লস্কর রাব্বিসহ নেতৃবৃন্দ। এক শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, মিশফাক আহমেদ চৌধুরী মিশুর মৃত্যুতে সিলেটের সাংস্কৃতিক অঙ্গনে যে শূন্যতার সৃষ্টি হলো তা সহজে পূরণ হওয়ার নয়। নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
সিলেট ফটোগ্রাফিক সোসাইটি : মিশফাক আহমেদ চৌধুরী মিশুর মৃত্যুতে গভীর শোক ও তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সিলেট ফটোগ্রাফিক সোসাইটির নেতৃবৃন্দ। গতকাল শনিবার এক শোকবার্তায় সিলেট ফটোগ্রাফিক সোসাইটির সভাপতি ফরিদ আহমদ ও সাধারণ সম্পাদক ইফতেখার মনি বলেন, মিশফাক আহমেদ চৌধুরী মিশু ছিলেন অত্যন্ত মেধাবী, সদা হাস্যোজ্জ্বল এবং সজ্জন ব্যক্তি। তিনি ছিলেন সিলেট ফটোগ্রাফিক সোসাইটির একজন আপনজন। তাঁর মৃত্যুতে সিলেটের সামাজিক-সাংস্কৃতিক অঙ্গনের অপূরণীয় ক্ষতি হয়ে গেল, যা সহজে পূরণ হওয়ার নয়। সিলেট ফটোগ্রাফিক সোসাইটি পরিবারের পক্ষ থেকে মরহুমের আত্মার মাগফেরাত এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

