ডায়ালসিলেট ডেস্ক:অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, সাংবাদিক দম্পত্তি সাগর–রুনিসহ আলোচিত ৫ হত্যাকাণ্ডের তদন্ত দ্রুত সময়ের মধ্যেই শুরু হবে।
Thank you for reading this post, don't forget to subscribe!বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এ কথা বলেন তিনি।
ড. ইউনূস বলেন, সাংবাদিক সাগর–রুনি হত্যাকাণ্ডসহ বহুল আলোচিত ৫টি হত্যাকাণ্ডের তদন্ত ও বিচার অগ্রাধিকার ভিত্তিতে ও দ্রুততম সময়ে নিষ্পত্তির জন্য সরকারের পক্ষ থেকে সহায়তা করা হচ্ছে বলেও উল্লেখ করে প্রধান উপদেষ্টা।
উল্লেখ্য, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারওয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনিকে হত্যা করা হয়। এরপর নিহত রুনির ভাই নওশের আলম রোমান শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা করেন।
প্রথমে মামলার তদন্ত কর্মকর্তা ছিলেন ওই থানার এক উপ-পরিদর্শক (এসআই)। চার দিন পর চাঞ্চল্যকর এ হত্যা মামলার তদন্তভার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়।
দুই মাসেরও বেশি সময় তদন্ত করে রহস্য উদঘাটনে ব্যর্থ হয় ডিবি। পরে হাইকোর্টের নির্দেশে একই বছরের ১৮ এপ্রিল হত্যা মামলাটির তদন্তভার র্যাবের কাছে হস্তান্তর করা হয়।
আলোচিত এ মামলার তদন্ত প্রতিবেদন আদালতে জমা দিতে এ পর্যন্ত ১০৫ বার ব্যর্থ হয়েছে র্যাব। সর্বশেষ গত ২৩ জানুয়ারি তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ ছিল; কিন্তু প্রতিবেদন দিতে পারেনি র্যাব। তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৭ ফেব্রুয়ারি দিন ঠিক করেছেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফিউদ্দিন।

