২৪শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

লিড নিউজ

“সাফরন ওয়াল্ডন” কাউন্সিলে প্রথম ব্রিটিশ বাংলাদেশী মেয়র জুবায়ের আহমেদ খান নির্বাচিত

“সাফরন ওয়াল্ডন” কাউন্সিলে প্রথম ব্রিটিশ বাংলাদেশী মেয়র জুবায়ের আহমেদ খান নির্বাচিত

ডায়ালসিলেট ডেস্ক :: যুক্তরাজ্যের “সাফরন ওয়াল্ডন” কাউন্সিলের জুবায়ের আহমেদ খান মিলন প্রথম ব্রিটিশ বাংলাদেশী মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন। তিনিই ব্রিটেনের সাফরন ওয়াল্ডন” কাউন্সিলে প্রথম ব্রিটিশ বাংলাদেশী ডেপুটি মেয়র এবং কাউন্সিলর হিসেবে দ্বায়িত্ব পালন করেছেন।

 

জুবায়ের আহমেদ খান মিলন এর এই নতুন দায়িত্ব গ্রহণে নি:সন্দেহে বলা যায় এটি একটি মাইলফলক। ঢাকাদক্ষিণ ইউনিয়নের দত্তরাইল গ্রামের কৃতিসন্তান ইংল্যান্ডে বসবাসরত কমিউনিটির অত্যন্ত প্রিয়ব্যক্তিত্ব, দক্ষ সংগঠনক জুবায়ের আহমেদ খান মিলন গত ২৪ শে মে ২০২৫ইং মেয়র হিসেবে দ্বায়িত্বভার গ্রহন করেছেন । তিনি দীর্ঘদিন ধরে কাউন্সিলের কমিউনিটিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

 

 

 

জুবায়ের আহমেদ খান মিলন ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজ, দত্তরাইল এর সাবেক শিক্ষার্থী ও সিলেট এমসি কলেজের সাবেক শিক্ষার্থী। তাঁর এই অর্জনে এলাকাবাসীসহ ইংল্যান্ডে বসবাসরত কমিউনিটির বিশিষ্টজনেরা গর্বিত ও সত্যি আনন্দিত।

 

 

জুবায়ের আহমেদ খান মিলন গোলাপগঞ্জের বিভিন্ন সেবামূলক ও সামাজিক সংগঠন বিশেষ করে তার নিজ গ্রামের বিভিন্ন সেবামূলক সংগঠন দত্তরাইল ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের সভাপতির দ্বায়িত্ব পালন করে আসছেন।

 

 

তার আগামীদিনের পথচলা আরো সুন্দর ও সাফল্য  কামনায় দত্তরাইল ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে জয়েন্ট সেক্রেটারী ও যুক্তরাজ্য কমিউনিটি এক্টিভিন্ট এবং টাওয়ার হ্যামলেটস বেথনালগ্রীণ ওয়েষ্ট লেবার পার্টির ব্রাঞ্চ চেয়ার রেদওয়ান হোসেইন সর্বস্থরের জনসাধানের নিকট দোয়া কামনা করেছেন।

 

 

`);printWindow.document.close(); }) .catch(error => console.error("Error loading print page:", error)); }); });