তাহিরপুর সংবাদদাতা :: স্রষ্টার ডাকে সাড়া দিয়ে, কর্মময় জীবনের প্রলয় ঘটিয়ে, পরপারে চলে গেলেন, সুনামগঞ্জ -১ আসনের (সাবেক সংসদ সদস্য) বীর মুক্তিযোদ্ধা নজির হোসেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।\

Thank you for reading this post, don't forget to subscribe!

 

বৃহস্পতিবার (২৮ মার্চ) ভোর ২টা ১০ মিনিটের সময় চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে মৃত্যু বরণ করেন তিনি। তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে, আত্মীয়-স্বজনসহ অনেক ভক্ত-অনুরাগী রেখে গেছেন।

 

এই বীর সেনানির জানাযার নামাজ বিকাল সাড়ে ৩টার সময় প্রথম ধাপে সুনামগঞ্জের পুরাতন বাসস্ট্যান্ডে, দ্বিতীয় ধাপে নিজ বাড়ি শাহপুরে (সাতগাঁও হাইস্কুল খেলার মাঠে) অনুষ্ঠিত হয়।

 

এই প্রবীণ রাজনৈতিক নেতা যৌবনে হাতে নিয়ছিলেন শোষণখোর, পাকবাহিনীর বিরুদ্ধে অস্ত্র। জীবন বাজী রেখে পরাধীনতার শিকল ভেঙে ছিনিয়ে এনেছিলে লাল-সবুজের পতাকা। তিনি টেকেরঘাট সাব সেক্টরের সহকারী অধিনায়ক ছিল। বাংলাদেশ জাতীয়বাদী দলের কেন্দ্রীয় কমিটির সম্মানিত সদস্য, সুনামগঞ্জ জেলা বিএনপি’র সাবেক সভাপতি, তিনবারের সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি। তার মুক্তিযোদ্ধা বেসামরিক গেজেট নং(৩৮১৮) মুক্তিযোদ্ধা নাম্বার (০১৯০০০০৩৫৪২)।

 

তিনি কর্মময় জীবনে কখনো শিক্ষক, কখনো ব্যবসায়িক, কখনো রাজনৈতিবীদ নেতা ছিলেন। যার হাত ধরে তৈরি হয়েছে হাজার হাজার নেতা-কর্মী। তিনি সকল ঘাতপ্রতিঘাত অতিক্রম করে নিজেকে সুপ্রতিষ্ঠিত করছিলেন সফল সিংহাসনের আসনে।

 

বীরমুক্তিযোদ্ধা প্রবীণ রাজনৈতিক নেতা নজির হোসেন সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলার শাহপুর গ্রামের মৃত আব্দুল গণী ও সুয়েতুন নেছার ঘরকে আলোকিত করে এই ধরণীতে আগমন করেছিলেন।

 

সাবেক এমপি বীরমুক্তিযোদ্ধা নজির হোসেনের মৃত্যুতে সুনামগঞ্জ-১ আসনের বিএনপিসহ দলের অঙ্গসংগঠন ও সাধারণ জনতা গভীর শোক প্রকাশ করছেন। তাঁরা বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকাবহ পরিবারের প্রতি সমবেদনা জানান।

 

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *