ডায়ালসিলেট ডেস্ক :: সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন বলেন- সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সকল ধর্মের মানুষকে এগিয়ে আসতে হবে। পরমত ও পরধর্ম সহিষ্ণু এ দর্শন। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার ওপর এ দর্শন তাগিদ দিয়েছে। অসহিষ্ণু বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় নিম্বার্ক দর্শন হতে পারে একটি আদর্শ পন্থা।
Thank you for reading this post, don't forget to subscribe!
বৃহস্পতিবার (১৮ নভেম্বর) বিকেলে নগরীর মিরাবাজারস্থ শ্রীশ্রী বলরাম জিউর আখড়ায় বিশ্ব নিম্বার্ক পরিষদ, সিলেট জেলা শাখার উদ্যোগে আয়োজিত ‘বিশ্ব শান্তি কামনায় নিম্বার্ক দর্শন ও সম্প্রীতি’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
বিশ্ব নিম্বার্ক পরিষদ, সিলেট জেলা শাখার উপদেষ্টা হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদ সিলেটের সভাপতি এডভোকেট প্রদীপ কুমার ভট্টাচার্যের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা সমরেন্দ্র লাল দেব।
এসময় আলোচনায় অংশ নেন- শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান ড. হিমাদ্রি শেখর রায়, সিলেট জেলা বারের সাবেক সভাপতি এডভোকেট এমাদ উল্লাহ শহীদুল ইসলাম শাহীন, সিলেট মহানগর আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক তপন মিত্র, গোপিকা শ্যাম পুরকায়স্থ, বিনতা দেবী, লাভলী রায়, পাপিয়া চৌধুরী প্রমুখ।
সেমিনারে শুভেচ্ছা বক্তব্য রাখেন-বিশ্ব নিম্বার্ক পরিষদ, সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক বিভু ভূষণ সেন। এছাড়া, বক্তব্য রাখেন- ধনঞ্জয় দাস, বিনা সরকার, সাবেক কাউন্সিলর দিবা রানী দে, গোপাল চন্দ প্রমুখ।

