ডায়াল সিলেট ডেস্ক :: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) সংগঠন মেট্রোনোমের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী-তে আয়োজন করা হয়েছে আনপ্লাগড গানের আসর ‘সপ্তকের গান’।
Thank you for reading this post, don't forget to subscribe!
জনসংযোগ ও প্রকাশনা দপ্তর জানায়, সোমবার (২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এই কনসার্ট অনুষ্ঠিত হবে। বাংলা ব্যান্ড গানে দর্শকদের মাতাতে তৈরি হচ্ছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের গানের শিল্পীরা। মেট্রোনোমের সভাপতি ফাতিন মোবাররাত অলিক জানান, ‘আমাদের প্রস্তুতি শেষ পর্যায়ে। ৩ ঘন্টাব্যাপী অনুষ্ঠানটিতে রক, ফোক, জাজসহ বিভিন্ন স্বাদের বাংলা গানের সম্মেলন ঘটবে সপ্তকের গানের কনসার্টে।’ তিনি সিলেট শহরের গানপ্রেমী মানুষদের তাদের কনসার্টে নিমন্ত্রণ জানিয়েছেন।
এদিকে ‘সপ্তকের গান’ ঘিরে সিকৃবি ক্যাম্পাসের গানপাগল পাগল মানুষদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। সিকৃবির প্রাক্তন শিক্ষার্থীরাও নিজ ক্যাম্পাসের এই অনুষ্ঠানে অংশ নিতে সিলেটের পথ ধরেছেন।

