ডায়াল সিলেট ডেস্ক :: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) নবীনবরণ অনুষ্ঠানে আধিপত্য বিস্তার নিয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার বেলা দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন মাঠে এ ঘটনা ঘটে। এতে ছাত্রলীগের তিন কর্মী আহত হয়েছেন বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে আহত ব্যক্তিদের নাম জানা যায়নি।
জানা গেছে, মঙ্গলবার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন মাঠে অনুষ্ঠানের আয়োজন করা হয়। নবীনবরণ অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয়ের ওরিয়েন্টেশন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক এবং ছাত্র পরামর্শ নির্দেশনা দপ্তরের পরিচালক মো. মোস্তফা সামছুজ্জামানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. মতিয়ার রহমান হাওলাদার, রেজিস্ট্রার মো. বদরুল ইসলাম, ডিন কাউন্সিলের আহ্বায়ক মুহাম্মদ রাশেদ আল মামুন, প্রভোস্ট কাউন্সিলের আহ্বায়ক এম এম মাহবুব আলম, প্রক্টর (ভারপ্রাপ্ত) তরিকুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা দেড়টার দিকে পরিকল্পনামন্ত্রী অনুষ্ঠান শেষ করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ত্যাগ করেন। এ সময় বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের দুই পক্ষ নিজ বলয়ে নবীন শিক্ষার্থীদের ভেড়ানোর চেষ্টা করে। এ নিয়ে দুই পক্ষের নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়।
একপর্যায়ে দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। এ সময় দুই পক্ষের ছোড়া ইটপাটকেলের আঘাতে তিনজন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের উদ্ধার করে চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ সময় ঘটনাস্থলে উপস্থিত শাহপরান থানা–পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দুই পক্ষকে সমাবর্তন মাঠ থেকে সরিয়ে দেয়।
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে বর্তমানে ছাত্রলীগের কোনো কমিটি নেই বলে জানিয়েছেন সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম। তাই এ বিষয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের পদধারী কারও বক্তব্য পাওয়া যায়নি।
নাজমুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার বিষয়ে তিনি কিছু জানেন না। গত মাসে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ কমিটি বিলুপ্ত হয়ে গেছে। তাই কেন এমন ঘটনা ঘটল, সেটাও তিনি বলতে পারেননি।

Thank you for reading this post, don't forget to subscribe!
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *