বিনোদন ডেস্ক:;সিদ্ধার্থ শুক্লার অসময়ে চলে যাওয়া যেন কিছুতেই মেনে নিতে পারছেন না তার অনুরাগীরা। মানসিক চাপে অসুস্থ হয়ে পড়ছেন অনেকে। শোকে এক অনুরাগী কোমায় চলে গিয়েছেন। টুইট করে একথা জানিয়েছেন ডা. জয়েশ ঠাকর। নিজের টুইটে জয়েশ জানান, শুধু সিদ্ধার্থ নয় শেহনাজ গিলকেও খুবই পছন্দ করেন ওই অনুরাগী। ‘সিডনাজ’ জুটির ভক্ত ছিলেন তিনি। সিদ্ধার্থের প্রয়াণের খবরে মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েছিলেন তিনি। বাথরুমে গিয়ে জ্ঞান হারান। সেখান থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ বিষয়ে টুইটারে জয়েশ লেখেন, নিজের পরিবারের সদস্য ও বন্ধুদের মনের কথা খুলে বলুন। এই সময় একা থাকবেন না। সিডনাজের এক অনুরাগীকে বাথরুমে সংজ্ঞাহীন অবস্থায় পাওয়া গিয়েছিল। দয়া করে আপনারা নিজেদের খেয়াল রাখুন অসুস্থ অনুরাগীর জন্য প্রার্থনা করুন। এর পরের টুইটেই জয়েশ সিদ্ধার্থ ও শেহনাজের অনুরাগীর কোমায় চলে যাওয়ার কথা জানান। তিনি লেখেন, চিকিৎসকরা জানিয়েছেন সিডনাজের অনুরাগী আংশিক কোমায় চলে গিয়েছে। অতিরিক্ত অবসাদের কারণে তার অঙ্গপ্রত্যঙ্গে আর কোনও সাড়া নেই। সমস্ত অনুরাগীদের বলছি, আপনারা শান্ত থাকুন। এ বিষয়ে বেশি ভাববেন না। অন্য কিছু নিয়ে ভাবার চেষ্টা করুন। আমাদের এবার সিদ্ধার্থের চলে যাওয়াকে মেনে নিতে হবে। ২ সেপ্টেম্বর সিদ্ধার্থ শুক্লার প্রয়াণের খবর প্রকাশ্যে আসে। শোনা যায়, ঘুমের মধ্যে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় হিন্দি টেলিভিশনের হার্টথ্রবের। মাত্র ৪০ বছর বয়সে সিদ্ধার্থের এভাবে চলে যাওয়া কিছুতেই মেনে নিতে পারছেন না মুম্বইয়ের বিনোদন জগতের মানুষজন। সিদ্ধার্থের অনুরাগীরাও শোকস্তব্ধ। ডায়ালসিলেট এম/

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *