Thank you for reading this post, don't forget to subscribe!
সোহেল আহমদ :: আগামী বছর (২০২৬) অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্রিটেনের বাঙালি অধ্যুষিত অঞ্চল পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের মেয়র নির্বাচন। দিন যত এগিয়ে আসছে, টাওয়ার হ্যামলেটস এলাকাজুড়ে তত আলোচনা বাড়ছে আসন্ন নির্বাচনের সমীকরণ নিয়ে।
এখানকার রাজনীতিতে বরাবরই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ব্রিটিশ-বাংলাদেশিরা।
এবার আরেকটি নতুন চমন নিয়ে আসছে লেবার পার্টি। এবারের নির্বাচনে আরেকটি নতুন মুখ মেয়র প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন। টাওয়ার হ্যামলেটস লেবার গ্রুপ লিডার ও ৫ বারের নির্বাচিত কাউন্সিলর সিরাজুল ইসলাম। শুক্রবার লেবার পার্টি অফিশিয়াল পেইজ লন্ডন রিজন থেকে এ তথ্য জানা যায়।
এবারের নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে ব্রিটিশ বাংলাদেশী বংশোদুত ২ জন অংশগ্রহন করবেন বলে এখন পযন্ত নিশ্চিত হওয়া গেছে। এসপায়ার পার্টিতে বর্তমান টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের মেয়র লুৎফুর রহমান এবং টাওয়ার হ্যামলেটস লেবার গ্রুপ লিডার ও ৫ বারের নির্বাচিত কাউন্সিলর সিরাজুল ইসলাম।
এবারের নির্বাচনে মেয়র পদে অংশগ্রহনকারী ২ ব্রিটিশ বাংলাদেশ নেতা অংশগ্রহন করবেন যা জনগনের কাঙ্খিত আশা পূরণ করবেন বলে যা সাধারণ জনগণের প্রত্যাশা পূরণ করবে বলে তারা আশাবাদী।

