Thank you for reading this post, don't forget to subscribe!
ডায়াল সিলেট ডেস্ক :: তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুই খেলায় হেরে আগেই সিরিজ হাতছাড়া করে ইংল্যান্ড। আজ তৃতীয় ও শেষ ম্যাচে হোয়াইটওয়াশ এড়াতে নেমে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডেতে রেকর্ড পঞ্চম সর্বোচ্চ ৪১৪ রান করে ইংল্যান্ড।
রানের পাহাড় গড়ে দক্ষিণ আফ্রিকাকে ২০.৫ ওভারে ৭২ রানে অলআউট করে ৩৪২ রানের বিশাল জয়ে বিশ্ব রেকর্ড গড়ে ইংল্যান্ড ক্রিকেট দল । ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে এটাই রানের দিক থেকে সব চেয়ে বড় জয়।
এর আগে ২০২৩ সালে শ্রীলংকাকে ৩১৭ রানের ব্যবধানে হারায় ভারত। এতদিন ওয়ানডে ক্রিকেটে সেটাই ছিল সবচেয়ে বড় রানের রেকর্ড। আজ ভারতের সেই রেকর্ড ভেঙে দিল ইংরেজরা।
রোববার ইংল্যান্ডের সাউদাম্পটনে টস হেরে প্রথমে ব্যাট করে স্বাগতিকরা। এদিন জো রুট ও জ্যাকব বেথেলের জোড়া সেঞ্চুরিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৪১৪ রানের রেকর্ড গড়েছে ইংল্যান্ড। প্রোটিয়াদের বিপক্ষে ওয়ানডে ক্রিকেটে ইংরেজদের এটা সর্বোচ্চ রানের ইনিংস।
ওয়ানডে ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৪১৪ রান; ইংল্যান্ডের পঞ্চম সর্বোচ্চ রানের ইনিংস। ব্রিটিশরা ওয়ানডেতে রেকর্ড সর্বোচ্চ ৪৯৮, ৪৮১ ও ৪৪৪ রানের রেকর্ড গড়ে। ওয়ানডেতে চতুর্থ সর্বোচ্চ ৪৪৩ রান করে শ্রীলংকা।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলতি সিরিজে হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে প্রথমে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ৫০ ওভারে ৪১৪ রান করে ইংল্যান্ড।
দলের হয়ে ৮২ বলে ১৩টি চার আর তিনটি ছক্কার সাহায্যে ১১০ রান করেন জেকব বেথেল। ৯৬ বলে ৬টি বাউন্ডারির সাহায্যে ১০০ রান করেন জো রুট। ৪৮ বলে ৯টি চার আর এক ছক্কায় ৬২ রান করেন ওপেনার জেমি স্মিথ। ৩২ বলে ৮টি চার আর এক ছক্কার সাহায্যে ৬২ রানের ঝলমলে ইনিংস খেলেন জস বাটলার।
